Bank Holidays: অগাস্টের পর সেপ্টেম্বরেও রয়েছে লম্বা ছুটির তালিকা। ব্যাঙ্কে কোনও জরুরি কাজ থাকলে মিটিয়ে নিন আগেই। অন্যথায় সমস্যায় পড়তে হবে আপনাকে। সেপ্টেম্বরে সব মিলিয়ে ১৩ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে দেশে।


Bank Holidays in September: এত দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে


আগামী সেপ্টেম্বরে ব্যাঙ্কগুলি ১৩ দিনের জন্য বন্ধ থাকবে। মনে রাখবেন, সারা দেশে সব ব্যাঙ্ক এত দিন বন্ধ থাকবে না। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দিষ্ট ছুটির এই তালিকা অঞ্চল বিশেষে তৈরি হয়। 


Bank Holidays: ব্যাঙ্ক ছুটির সম্পূর্ণ তালিকা দেখুন


সেপ্টেম্বর 1: গণেশ চতুর্থী (২য় দিন) - পানাজিতে ব্যাঙ্ক বন্ধ


সেপ্টেম্বর 4: রবিবার (সাপ্তাহিক ছুটি)


6 সেপ্টেম্বর: কর্ম পূজা - রাঁচিতে ব্যাঙ্ক বন্ধ


সেপ্টেম্বর 7: প্রথম ওনাম - কোচি ও তিরুঅনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ


সেপ্টেম্বর 8: তিরুওনাম- কোচি ও তিরুঅনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ


সেপ্টেম্বর 9: ইন্দ্রযাত্রা- গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ


10 সেপ্টেম্বর: শনিবার (মাসের ২য় শনিবার), শ্রী নরবন গুরু জয়ন্তী


সেপ্টেম্বর 11: রবিবার (সাপ্তাহিক ছুটি)


18 সেপ্টেম্বর: রবিবার (সাপ্তাহিক ছুটি)


21 সেপ্টেম্বর: শ্রী নারভানে গুরু সমাধি দিবস - কোচি ও তিরুঅনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ


24 সেপ্টেম্বর: শনিবার (মাসের চতুর্থ শনিবার)


25 সেপ্টেম্বর: রবিবার (সাপ্তাহিক ছুটি)


26 সেপ্টেম্বর: নবরাত্রি প্রতিষ্ঠা / ল্যানিংথৌ সানমাহি কা মেরা চাওরেন হাউবা - ইম্ফল এবং জয়পুরে ব্যাঙ্ক বন্ধ৷


Bank Holidays September 2022: রিজার্ভ ব্যাঙ্কের অফিশিয়াল সাইট দেখে নিন
রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুসারে, প্রতি মাসের রবিবার ছাড়াও দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্কগুলি বন্ধ থাকে। ব্যাঙ্কের ছুটির বিষয়ে আরও তথ্যের জন্য আপনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল লিঙ্ক https://rbi.org.in/Scripts/HolidayMatrixDisplay.aspx  - এ যেতে পারেন।


Bank Holidays List in 2022 :  Reserve Bank Of India(RBI)-এর নিয়ম অনুসারে কোনও 
ব্যাঙ্কের ছুটির দিন তিনটি বিষয়ের ওপর নির্ধারণ করা হয়। 'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট', 'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অ্যান্ড রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট হলিডে'। এছাড়া রয়েছে-'ব্যাঙ্কস ক্লোজিং অফ অ্যাকাউন্টস'। দেশে সব ব্যাঙ্কের ছুটি একসঙ্গে নাও থাকতে পারে। রাজ্যের উৎসবের ভিত্তিতেই অনেক ক্ষেত্রে ব্যাঙ্ককর্মীদের ছুটি হয়ে থাকে। তবে এটিএম ও ডিজিটাল পরিষেবা চালু থাকবে ব্যাঙ্কগুলির।


আরও পড়ুন : Small Saving Schemes: পিপিএফে ৭.৮১ শতাংশ, সুকন্যা সমৃদ্ধি যোজনায় পেতে পারেন ৮.১০ শতাংশ সুদ, শীঘ্রই সুখবর !