Investment Schemes: শীঘ্রই আসতে পারে সুখবর। এনএসসি, পিপিএফ ও সুকন্যা সমৃদ্ধি যোজনার মতো সঞ্চয় প্রকল্পে বিনিয়োগকারীরা বড় লাভের অঙ্ক পেতে পারেন। সরকার এই প্রকল্পগুলি সহ পোস্ট অফিস সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হার বাড়ানোর ঘোষণা করতে পারে।


Small Saving Schemes: সুদের হার বাড়বে কেন ?


আরবিআই পরপর তিন দফায় রেপো রেট বাড়িয়েছে। তিন মাসে রেপো রেট বেড়েছে ১.৪০ শতাংশ। এরপর ঋণ ব্যয়বহুল হওয়ায় সব ব্যাঙ্কই স্থায়ী আমানতের ওপর সুদ বাড়াচ্ছে। যদিও হতাশার বিষয়, সরকারি এই সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হার বাড়ায়নি কেন্দ্র। এনএসসি, পিপিএফ ও সুকন্যা সমৃদ্ধি যোজনার মতো সঞ্চয় প্রকল্পের সুদের হার বাড়ানো হয়নি। যদিও এবার RBI-এর রেপো রেট বাড়ানোর সিদ্ধান্তের পর সেপ্টেম্বরের শেষে এই সেভিংস স্কিমের সুদের হার বাড়ানোর সম্ভাবনা বেড়েছে।


Investment Schemes: সরকারি বন্ডের ইল্ড বাড়বে !


ক্রমবর্ধমান মূদ্রাস্ফীতি সুদের হার বৃদ্ধির আশঙ্কার কারণে, গত এক বছরে সরকারি বন্ডের ইল্ড ব্যাপকভাবে বেড়েছে। এই পরিস্থিতিতে বন্ডগুলির সঙ্গে যুক্ত পিপিএফ, এনএসসি ও সুকন্যা সমৃদ্ধি যোজনার মতো স্কিমগুলির সুদের হার বাড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। গোপীনাথ কমিটি ২০১১ সালে সুপারিশ করেছিল, এই ধরনের ছোট সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হার সরকারি বন্ডের ফলন থেকে ২৫ থেকে ১০০ বেসিস পয়েন্ট বেশি হওয়া উচিত।


Interest Rates: সুদের হার কত বাড়বে ?


আশা করা হচ্ছে, অর্থ মন্ত্রক ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সব স্কিমগুলিতে সুদের হার 0.50 থেকে 0.75 শতাংশ বাড়ানোর ঘোষণা করতে পারে। সরকারের 10 বছরের বন্ডের ইল্ড 12 মাসে 6.04 শতাংশ থেকে বেড়ে 7.25 শতাংশের উপরে উঠেছে। এই সূত্র অনুসারে, পিপিএফ-এর সুদ 7.1 শতাংশ থেকে 7.81 শতাংশ হতে পারে বলে আশা করা হচ্ছে। সেই অনুযায়ী, সুকন্যা সমৃদ্ধি যোজনার সুদের হার ৭.৬ শতাংশ থেকে বাড়িয়ে ৮.১০ শতাংশ করা হতে পারে। বর্তমানে, সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে 7.40 শতাংশ সুদ পাওয়া যায়, যা 8.31 শতাংশে বাড়ানো যেতে পারে। অর্থ মন্ত্রক প্রতি ত্রৈমাসিক শুরুর আগে সরকারি সঞ্চয় প্রকল্পের সুদের হার পর্যালোচনা করে। এবারও সেপ্টেম্বরে সুদ নিয়ে বৈঠকে বসবে সরকার। সেখানেই হতে পারে সুদ বৃদ্ধির সিদ্ধান্ত।


Investment Schemes: কোন স্কিমে কত সুদ এখন ?
বর্তমানে, পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) বার্ষিক সুদের হার 7.1 শতাংশ, NSC অর্থাৎ জাতীয় সঞ্চয় শংসাপত্র 6.8 শতাংশ বার্ষিক সুদ পাচ্ছেন বিনিয়োগকারীরা। সুকন্যা সমৃদ্ধি যোজনায় 7.6 শতাংশ সুদ পাওয়া যাচ্ছে। সেখানে সিনিয়র সিটিজেন ট্যাক্স সেভিং স্কিমে 7.4 শতাংশ সুদ দেওয়া হচ্ছে। কিষাণ বিকাশ পত্রে পাচ্ছেন 6.9 শতাংশ সুদ। এক বছরের ফিক্সড ডিপোজিটে 5.5 শতাংশ সুদের হার দেওয়া হচ্ছে।


আরও পড়ুন: LIC Policy: দিনে ২১টাকা বিনিয়োগ করে ১১০ শতাংশ রিটার্ন, এলআইসি দিচ্ছে এই নতুন স্কিম