7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর নিয়ে এল সরকার। এবার থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সন্তানেরাও পাবেন আরও বেশি পারিবারিক পেনশনের সুবিধা। নতুন নিয়ম অনুসারে, পরিবারে স্বামী-স্ত্রী দুজনেই সরকারি কর্মচারী হন, তাহলে তাদের পরিবারও পারিবারিক পেনশনের অধিকার পাবে। কেন্দ্রীয় সিভিল সার্ভিস পেনশন (CCS Pension) 1972-এর অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
7th Pay Commission: সন্তানরাও পাবেন আরও বেশি পারিবারিক পেনশন
নিয়ম বলছে, অবসর গ্রহণের পর যদি পরিবারের দুই কেন্দ্রীয় সরকারি কর্মচারী মারা যান, তবে সেই পরিস্থিতিতে পরিবারের সন্তানরা (মনোনীত) পেনশন পাবেন। এই পেনশন সর্বোচ্চ 1.25 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। কেবল সন্তানরাই এই শর্তে পেনশন পাবেন।এই পেনশনের সুবিধা নিতে হলে কর্মচারীদের কিছু নিয়ম রয়েছে। সিসিএস পেনশন 1972-এর নিয়ম 54 (11) অনুসারে, যদি স্বামী ও স্ত্রী উভয়ই কেন্দ্রীয় কর্মচারী হন, সেক্ষেত্রে একজন মারা গেলে অন্য ব্যক্তি তাঁর পারিবারিক পেনশন পাবেন। অন্যদিকে, অবসর গ্রহণের পরে যদি উভয় ব্যক্তিই মারা যান, তবে এমন পরিস্থিতিতে তাদের সন্তান পারিবারিক পেনশনের সুবিধা পাবেন।
7th Pay Commission: 1.25 লক্ষ টাকা পর্যন্ত পেনশন পাবে সন্তান
এখন কেন্দ্রীয় কর্মচারীদের পেনশনের সর্বোচ্চ সীমা আড়াই লাখ। সেই ক্ষেত্রে যদি স্বামী-স্ত্রী উভয়েই মারা যান, এমন পরিস্থিতিতে একটি পেনশনের ৫০ শতাংশ অর্থাত্ ১.২৫ লাখ ও অন্য পেনশনের 30 শতাংশ অর্থাত্ 75000 টাকা দেওয়া হবে। নতুন নিয়মে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।
7th Pay Commission: আগে পাওয়া যেত এই পেনশনের সুবিধা
আগে একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারীর মৃত্যু হলে তার পরিবার পেনশনের সুবিধা পেত। সেই ক্ষেত্রে কেবল 45 হাজার টাকা পর্যন্ত পেত পরিবার। এই পেনশন দেওয়ার জন্য পেনশন বিধি 54 (11) মানা হত। অন্যদিকে বাবা-মা উভয়ের মৃত্যুর পর সন্তান উভয় পেনশনের সুবিধা পেলেও এই পরিমাণ ছিল ২৭ হাজার টাকা। আগের পেনশনের নিয়ম অনুযায়ী, 90 হাজারের 50 শতাংশ অর্থাৎ 45 হাজার টাকা ও 27 হাজার টাকা (দুটি পেনশনের সুবিধা পাওয়ার ক্ষেত্রে) পাওয়া যেত। এখন বদলে গেল সেই নিয়ম।
আরও পড়ুন : Unemployment Allowance: বেকার যুবকদের ৭৫০০ টাকা ভাতা, স্নাতক হলেই ৫০০০