Unemployment Allowance: দেশে করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে দ্রুত বেড়েছে বেকারত্বের হার। এমন পরিস্থিতিতে বেকার যুবকদের জন্য বেকার ভাতা দিতে যাচ্ছে এই সরকার। 


Unemployment Allowance: কে পাবেন কত টাকা
সম্প্রতি এই ঘোষণা করেছে দিল্লির কেজরিওয়াল সরকার। তবে সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় এই স্কিম। কেবল যেসব যুবকরা পড়াশোনা শেষ করে চাকরির জন্য হোঁচট খাচ্ছেন, তাদের জন্যই এই ভাতা। সরকারি নিয়ম অনুসারে স্নাতক শেষ করে চাকরি পাননি এমন যুবকদের মাসে 5,000 টাকা বেকার ভাতা দেবে দিল্লির সরকার। পাশাপাশি স্নাতকোত্তর (পিজি)দের জন্য বেকার ভাতা হিসাবে দেওয়া হবে 7,500 টাকা।


Unemployment Allowance: এই ভাতার সুবিধা পাবেন এই যুবকরা


দিল্লি সরকার স্নাতক ও স্নাতকোত্তর হওয়ার পাশাপাশি আরও একটি যোগ্যতা যুক্ত করেছে কেজরিওয়ালের সরকার। নিয়ম অনুসারে, কেবল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নিজেদের নাম নথিভুক্ত করা যুবকরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। মূলত, প্রতিটি রাজ্যে কর্মসংস্থানের এক্সচেঞ্জ থাকে। রাজ্যের বেকার যুবকের সংখ্যা জানতে তথা কর্মসংস্থানের জন্যই গড়ে তোলা হয় এই পরিকাঠামা।


বেকার ভাতা পেতে এই নথিগুলির প্রয়োজন হবে-



প্রকল্পের সুবিধা নিতে, যুবকদের অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে।


তাদের এই নথির প্রয়োজন হবে


আধার কার্ড


প্যান কার্ড


বাড়ির ঠিকানার প্রামাণ্য নথি


মোবাইল নম্বর


কলেজ আইডি


পাসপোর্ট সাইজ ছবি



এইভাবে স্কিমের জন্য আবেদন করুন-


দিল্লি সরকার একটি পোর্টাল তৈরি করেছে। 
এই পোর্টালটি হল https://jobs.delhi.gov.in/।


এটিতে ক্লিক করুন ও জব সিকার বিকল্পটি নির্বাচন করুন।


এরপর আপনার সামনে একটি রেজিস্ট্রেশন পেজ ওপেন হবে।


আবেদনের সব বিবরণ যেমন শিক্ষা ও ডিগ্রির বিবরণ পূরণ করতে হবে।


মোবাইল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর লিখুন।


সবশেষে ক্যাপচা কোড দিয়ে সাবমিট করুন


আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।


আরও পড়ুন : SBI Jobs : স্টেট ব্যাঙ্কে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি, এঁরা করতে পারবেন আবেদন


Education Loan Information:

Calculate Education Loan EMI