Electoral Reforms Update: গত বছরের ডিসেম্বরে সংসদেই নেওয়া হয়েছিল এই সিদ্ধান্ত। নির্বাচনী (সংশোধন) আইন ২০২১-এর অধীনে ভোটার আইডির সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে বলেছে সরকার। মূলত, ভুয়ো ভোটার চিহ্ণিতকরণ ছাড়াও একই ব্যক্তির একাধিক নির্বাচনী এলাকায় ভোটার কার্ড রুখতেই এই পথে হেঁটেছে কেন্দ্র। জেনে নিন, কীভাবে আধার কার্ডের সঙ্গে জুড়বেন ভোটার কার্ড।


Aadhaar-Voter ID Linking: মনে রাখবেন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া(ECI) এখনও ভোটার শনাক্তকরণ বা নির্বাচনী ফটো আইডেন্টিটি কার্ড (EPIC) এর সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার বিষয়টি বাধ্যতামূলক করেনি। এই বিষয়ে নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছে, আধার নম্বর না দেওয়া থাকলে কোনও বিদ্যমান ভোটারের নাম নির্বাচনী তালিকা থেকে বাদ দেওয়া হবে না।


Electoral Reforms Update: আপনি যদি অনলাইনে ভোটার আইডি কার্ডের সঙ্গে আপনার আধার কার্ড লিঙ্ক করতে চান, তবে মেনে চলুন এই সহজ পদক্ষেপ। 


কীভাবে আধার কার্ডের সাথে ভোটার আইডি লিঙ্ক করবেন


১ গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোর থেকে ভোটার হেল্পলাইন অ্যাপ ডাউনলোড করুন।
২ অ্যাপটি খুলুন ও 'I Agree' বিকল্পে ক্লিক করুন ও 'Next'-এ প্রেস করুন।


৩ প্রথম বিকল্প ‘Voter Registration’-এ ক্লিক করুন।
৪ নির্বাচনী প্রমাণীকরণ ফর্ম (ফর্ম 6B) প্রেস করুন।


৫ এবার 'লেটস স্টার্ট'-এ ক্লিক করুন।


৬ আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আপনার অফিশিয়াল মোবাইল নম্বর লিখুন ও OTP পাঠাতে ট্যাপ করুন।


৭ আপনি যে ওটিপি পেয়েছেন তা লিখুন ও ‘Verify’-এ ক্লিক করুন।


 
৮ এখানে Yes I Have Voter ID-তে ক্লিক করুন ও তারপর 'Next'-এ ক্লিক করুন।


৯ আপনার ভোটার আইডি নম্বর (EPIC) লিখুন, আপনার রাজ্য নির্বাচন করুন ও ‘Fetch details'-এ ক্লিক করুন।


 ১০ এই পর্বে 'প্রোসিড'-এ ক্লিক করুন।


১১ আধার নম্বর, রেজিস্টার্ড মোবাইল নম্বর ও আপনার ভেরিফিকেশনের জায়গাটি পূরণ করুন ও ‘Proceed’-এ ক্লিক করুন।


 ১২ ফর্ম 6B আগের মতো পৃষ্ঠা খুলবে। আপনার বিবরণ পুনরায় পরীক্ষা করুন ও আপনার ফর্ম 6B চূড়ান্ত জমা দেওয়ার জন্য ‘Confirm’-এ ক্লিক করুন।