GDP Data for 1st Quarter 2022-23: 'বেলাইন থেকে লাইনে' ! করোনা মহামারীর দু-বছর পর ফের হাল ফিরতে শুরু করল দেশের অর্থনীতির। ২০২২-২৩ অর্থবর্ষের পরিসংখ্যান বলছে, প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) ভারতীয় অর্থনীতি ১৩.৫ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। যদিও রিজার্ভ ব্যাঙ্কের পূর্বাভাস মেলেনি পরিসংখ্যানে। ২০২১-২২ সালের প্রথম ত্রৈমাসিকে যেখানে ডিজিপি ছিল ২০.১ শতাংশ। 


Financial Data: কী আশা করেছিল রিজার্ভ ব্যাঙ্ক ? 
দেশের চতুর্থ ত্রৈমাসিক জানুয়ারি থেকে মার্চের মধ্যে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল 4.1 শতাংশ। প্রকৃতপক্ষে, 2021-22 সালের নিম্ন ভিত্তি ও অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধির কারণে জিডিপির হার বৃদ্ধি পায়। এর সঙ্গে শিল্পক্ষেত্রে বিনিয়োগ সরাসরি ত্রৈমাসিকে বৃদ্ধিতে সাহায্য় করেছে। 2022 2022 -23-এর প্রথম ত্রৈমাসিকে, জিডিপি বৃদ্ধির হার 13.5 শতাংশ হয়েছে। তবে RBI এই বৃদ্ধির হার 16.2 শতাংশ আশা করেছিল। 


GDP Data: বুধবারই এই আর্থিক তথ্য প্রকাশ্যে এনেছে পরিসংখ্যান ও পরিকল্পনা বাস্তবায়ন মন্ত্রক। গত দুই আর্থিক বছরের 2020-21 ও 2021-22 এর প্রথম ত্রৈমাসিক করোনা মহামারীর কারণে লকডাউন জারি করতে হয় সরকারকে। যার মারাত্মক প্রভাব পড়েছিল দেশের অর্থনীতিতে। তবে এবার তা হয়নি। তবে, এই ত্রৈমাসিকেও বিশ্বের অর্থনীতির প্রভাবে দ্রব্যমূল্যের বৃদ্ধি দেখা গেছে। তা সত্ত্বেও অর্থনৈতিক প্রবৃদ্ধির গতির সাক্ষী থেকেছে দেশ।


GDP Data for 1st Quarter 2022-23: কোন সেক্টরের কী অবস্থা


এনএসও-র প্রকাশিত তথ্যে বলা হয়েছে, ২০২২-২৩ অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে উৎপাদন খাতের বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৪.৮ শতাংশ, যেখানে ২০২১-২২ সালের প্রথম ত্রৈমাসিকে বৃদ্ধির হার উৎপাদন খাতে ছিল ৪.৯ শতাংশ। 2021-22 সালের প্রথম ত্রৈমাসিকে 4.5 শতাংশের তুলনায় কৃষি খাতের বৃদ্ধির হার 2.2 শতাংশ হয়েছে। 2021-22 সালের প্রথম ত্রৈমাসিকে 71.3 শতাংশের তুলনায় নির্মাণ খাতের বৃদ্ধির হার 16.8 শতাংশ হয়েছে। একইভাবে, বাণিজ্য, হোটেল, পরিবহণ, যোগাযোগ ও সম্প্রচার সম্পর্কিত পরিষেবাগুলির বৃদ্ধির হার হয়েছে 25.7 শতাংশ, যা 
2021-22 সালের প্রথম ত্রৈমাসিকে 34.3 শতাংশ ছিল। আর্থিক, রিয়েল এস্টেট ও পেশাদার পরিষেবা আগের বছরের প্রথম প্রান্তিকে 2.3 শতাংশের তুলনায় 9.2 শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। 


আরও পড়ুন : SBI Alert: ৬৭ বছর পূর্তি, গ্রাহকদের ৬০০০ টাকা করে দিচ্ছে স্টেট ব্যাঙ্ক ?