Aadhaar Card FAQ: ভোটার কার্ড, প্যান কার্ডের পাশাপাশি এখন ভারতে আধার কার্ডও একটি গুরুত্বপূর্ণ আইডেন্টিটি সূচক। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলুন বা চাকরি পরীক্ষার ফর্ম ফিলাপ করুন, আধার নম্বর ছাড়া এক পা'ও চলা মুশকিল। তাছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক বা প্যান কার্ড, রেশন কার্ড, সব কিছুর সঙ্গেই আধার কার্ডের লিঙ্ক করানো আবশ্যক হয়ে পড়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করালে আধার নম্বর দিয়েই কি ব্যাঙ্কের সব তথ্য জানা যায়? এমন প্রশ্ন অনেকের মনেই আসে। আধার কার্ডের লিঙ্ক করানো তাহলে কতটা নিরাপদ? কী বলছে আধার কর্তৃপক্ষ?


আধার কার্ডের নম্বর কেউ জানতে পারলে তা দিয়ে কি ব্যাঙ্কের সব টাকা তুলে নেওয়া যায়? সাইবার জালিয়াতির বাড়বাড়ন্তের দিনে এই প্রশ্ন আসাটাই স্বাভাবিক। আধারের সঙ্গে জুড়ে থাকে নাগরিকের সমস্ত ব্যক্তিগত তথ্য। আর তাই এ বিষয়ে একটা ঝুঁকি থেকেই যায়, এমনটাই মনে করেন অনেক সাধারণ মানুষ। তবে এ নিয়ে বিন্দুমাত্র চিন্তা বা আশঙ্কার কিছু নেই। আধার কর্তৃপক্ষ নাগরিকের সব গুরুত্বপূর্ণ তথ্যের গোপনীয়তা বজায় রাখার আশ্বাস দিয়েছেন।


ঝুঁকি কোথায়?


তবে আজকাল Aadhaar Enabled Payment System (AePS) ডিজিটাল পেমেন্টের একটি জনপ্রিয় পদ্ধতি হয়ে উঠেছে। এতে লেনদেন করার জন্য আপনার শুধুমাত্র আধার নম্বর, বায়োমেট্রিক/আইআরআইএস প্রয়োজন হয়। এর মাধ্যমেই জালিয়াতি হচ্ছে। বায়োমেট্রিক তথ্য চুরি করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেওয়া হচ্ছিল মোটা টাকা। আর তাতেই ঝুঁকি। আধার নম্বর অন্য কেউ জেনে গেলে সেখান থেকে চুরি যেতে পারে বায়োমেট্রিক। তবে এক্ষেত্রে আধার কর্তৃপক্ষ বলছেন, m-aadhaar অ্যাপে বায়োমেট্রিক লক রাখলেই এই সমস্যা থেকে সহজে মুক্তি পাওয়া যায়। 


কী বলছে আধার কর্তৃপক্ষ ?


UIDAI-এর নিজস্ব ওয়েবসাইটে স্পষ্টই উল্লেখ রয়েছে যে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনও তথ্যই ব্যাঙ্ক অন্য কারও সঙ্গে শেয়ার করে না। তাই কোনওভাবেই আপনার আধার নম্বর জেনে কোনও ব্যক্তি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশদ তথ্য জানতে পারে না। UIDAI-এর কাছেও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত কোনও তথ্য থাকবে না।


এ প্রসঙ্গে উদাহরণস্বরূপ ওয়েবসাইটে লেখা রয়েছে যে, আপনি যখন ব্যাঙ্ক, পাসপোর্ট কর্তৃপক্ষ কিংবা আয়কর বিভাগকে আপনার মোবাইল নম্বর শেয়ার করেন, টেলিকম সংস্থা কি তার ফলে কোনওভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য পেতে পারে? কর্তৃপক্ষ স্পষ্টই জানিয়েছে যে, কোনও পরিষেবার জন্য আধার নম্বর কোনও ব্যক্তি বা সংস্থাকে দিলে তা কেবল তাতে কেউই আপনার ব্যক্তিগত তথ্যের হদিশ পাবে না।


আধার আপডেটের শেষ দিন


কিছুদিন আগেই আধার কার্ড আপডেটের সময়সীমা বাড়ানো হয়েছে। ২০২৪ সালের ১৪ মার্চ পর্যন্ত কোনও ফি না দিয়েই My Aadhaar পোর্টালের মাধ্যমে আধার আপডেট করা যাবে। কর্তৃপক্ষ বলেছে যে চলতি বছরের ১৫ ডিসেম্বর থেকে পরবর্তী ৩ মাসের জন্য অর্থাৎ ১৪ মার্চ, ২০২৪ পর্যন্ত বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


My Aadhaar পোর্টালে আধারের আপডেট করলে কোনও খরচ লাগত না। যদি কোনও আধার ব্যবহারকারী অনলাইন ব্যবস্থার পরিবর্তে আধার কেন্দ্রে গিয়ে অফলাইনে আধার আপডেট করেন, তাহলে তাঁকে ২৫ টাকা ফি দিতে হত। এখন সময়সীমা বাড়ানোর পরও একই ব্যবস্থা চলবে। অর্থাৎ বিনামূল্যে আধার আপডেটের সুবিধা শুধুমাত্র অনলাইনের ক্ষেত্রেই পাওয়া যাবে।


আরও পড়ুন: Aadhaar Update: বিনামূল্যে আধার আপডেটের শেষদিনে বদল! নতুন তারিখ কবে?