Continues below advertisement

UIDAI :  এবার থেকে আধার আপডেট (Aadhaar Card) করতে লাগবে আগের থেকে বেশি টাকা। বর্তমানে UIDAI আধার-সম্পর্কিত পরিষেবার জন্য ফি বৃদ্ধি করায় আধার কার্ড আপডেট বা সংশোধনের খরচ বেড়েছে। ১ অক্টোবর থেকে কার্যকর হয়েছে এই নিয়ম।

এখন কত টাকা দতে হবেনতুন আধার কার্ড ইস্যু করার জন্য এখনও কোনও ফি নেই। তবে বর্তমান আধার কার্ড আপডেট করার ফি ৫০ টাকা থেকে বেড়ে ৭৫ টাকা হয়েছে। একইভাবে, বায়োমেট্রিক আপডেটের ফি ১০০ টাকা থেকে বাড়িয়ে ১২৫ টাকা করা হয়েছে, যার অর্থ অতিরিক্ত ২৫ টাকা লাগবে। এটি প্রায় পাঁচ বছরের মধ্যে UIDAI কর্তৃক প্রথম ফি বৃদ্ধি।

Continues below advertisement

কাদের জন্য বিনামূল্যে আধারনবজাতকদের জন্য আধার কার্ড আপডেট বিনামূল্যে থাকবে। আধার কার্ড ইস্যু করার পরে নাম, ঠিকানা, বায়োমেট্রিক্স এবং অন্যান্য বিবরণ আপডেট করার ক্ষেত্রে ফি পরিবর্তন প্রযোজ্য। নবজাতকদের জন্য আধার কার্ড ইস্যু করার পরে পাঁচ বছর বয়সে একটি বায়োমেট্রিক আপডেট প্রয়োজন। পরবর্তী আপডেটগুলি ৫ থেকে ৭ বছর বয়সের মধ্যে এবং আবার ১৫ থেকে ১৭ বছরের মধ্যে প্রয়োজন।

UIDAI ৫ থেকে ৭ এবং ১৫ থেকে ১৭ বছর বয়সী শিশু এবং কিশোর-কিশোরীদের জন্য বায়োমেট্রিক আপডেট ফি ছাড় স্বস্তি দিয়েছে, যা আগে ৫০ টাকা ছিল। ফিতে ছাড় সত্ত্বেও, এই আপডেটগুলি বাধ্যতামূলক রয়েছে।

আপনার বাড়িতে বা সুবিধাজনক ঠিকানায় পৌঁছে দেওয়া মেশিনের মাধ্যমে আধার তথ্য আপডেট করার ফি ৭০০ টাকায় অপরিবর্তিত রয়েছে। এই পরিষেবাটি পেতে, UIDAI-কে ইমেল করতে হবে।

 ডিজিটাল ইন্ডিয়ায় (Digital India) সুবিধার সঙ্গে সঙ্গে তৈরি হচ্ছে বেশকিছু সমস্যা। অনেক ক্ষেত্রে আসল ভেবে নকল আধার কার্ড (Aadhaar Card) ঘরে রাখছেন আপনি। সেই ক্ষেত্রে সরকারি সুবিধা থেকে বঞ্চিত হতে হবে আপনাকে। জেনে নিন, কীভাবে বুঝবেন, আপনার আদারা কার্ড আসল না নকল। 

বেড়েই চলেছে আধার কার্ডে প্রতারণার ঘটনাসম্প্রতি ডুপ্লিকেট আধার কার্ড তৈরির চক্র একের পর এর ফাঁস হচ্ছে। চাকরি, সরকারি নথি অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য এই কার্ড ব্যবহার হওয়ায় আধারের প্রতারণার ঘটনা অনেকটাই বেড়ে গিয়েছে। এর ফলে জালিয়াতরা জাল আধার কার্ড তৈরি করে মানুষকে প্রতারণা করছে।