Aadhaar Card Appointment: বর্তমানে আধার কার্ড কেবল ১২ সংখ্যার অনন্য নম্বর নয়,এর মাধ্যমে হতে পারে আপনার সব গুরুত্বপূর্ণ কাজ। দেশের প্রত্যেক প্রাপ্তবয়স্কের জন্য আধার কার্ড বাধ্যতামূলক করেছে UIDAI। এতে দেশের প্রতিটি নাগরিকের নাম, মোবাইল নম্বর, বায়োমেট্রিক বিবরণ রেকর্ড করা হয়। সম্প্রতি আধারের উপযোগিতা খুব দ্রুত বৃদ্ধি পেয়েছে। তাই আধার আপডেট রাখা খুবই জরুরি। জেনে নিন, সেই ক্ষেত্রে কীভাবে এই অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন।

আধার আপডেটের জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করুনঅনেক সময় আধার কার্ড তৈরি করার সময় ভুল তথ্য যেমন ভুল নাম বা পদবি, বয়স, ঠিকানা, মোবাইল নম্বর ইত্যাদি অ্যাড করা হয়। এর পাশাপাশি, আধারে বায়োমেট্রিক আপডেট করারও প্রয়োজন রয়েছে । আপনি যদি আধার কেন্দ্রে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়ানোর পদ্ধতি এড়াতে চান,তাহলে আপনি আধার কেন্দ্রের জন্য আগাম অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন। এতে আপনার সময় বাঁচবে ও আপনার কাজ নিমিষেই শেষ হয়ে যাবে। 

Aadhaar Card Update: আধার সেবা কেন্দ্রে এই কাজগুলো করুননতুন আধার নথিভুক্ত করুনআধারে নাম আপডেট করুনইমেইল আইডি আপডেট করুনজেন্ডার আপডেট করুনমোবাইল নম্বর আপডেট করুনআপনি বায়োমেট্রিক তথ্য যেমন আইরিস, ফিঙ্গারপ্রিন্ট বা ফটো আপডেট করার মতো কাজগুলি আধারে সম্পূর্ণ করতে পারেন।

Aadhaar Card Appointment: একটি আধার কেন্দ্রে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে এই পদক্ষেপগুলি অনুসরণ করুনএর জন্য আপনি প্রথমে https://appointments.uidai.gov.in/bookappointment.aspx?AspxAutoDetectCookieSupport=1%20website&AspxAutoDetectCookieSupport=1 ওয়েবসাইটে যান।এর পরে, আপনি আপনার শহর সিলেক্ট করুন।এখানে Proceed To Book Appointment-এ ক্লিক করুন।এরপর সার্ভিস অপশন সিলেক্ট করুন।এর পরে আপনার মোবাইল নম্বর ও ক্যাপচা কোড লিখুন ও জেনারেট OTP-এ ক্লিক করুন।এবার  আপনার OTP লিখুন ও Verify OTP-এ ক্লিক করুন।এর পরে আপনি একটি নম্বর ও টাইম স্লট পাবেন।আধার কেন্দ্রে এই নম্বরটি দেখিয়ে আপনি যা সব যাচাই করতে পারেন। 

আরও পড়ুন : Smartphone Insurance: কত টাকার ফোনে কত বিমা দিতে হয়,ক্ষতি হলে কত পাবেন ?