UIDAI: ড্রাইভার , পরিচারিকা বা ভাড়াটিয়ার পরিচয় দিয়ে আপনার বাড়িতে ঢুকছে না তো অন্য লোক।  ভুয়ো আধার কার্ড (Aadhaar Card) দেখিয়ে অনায়াসেই আপনার বাড়িতে স্থান পাচ্ছেন না তো প্রতারকরা ? কীভাবে  আধারের আসল-নকল যাচাই করতে পারবেন আপনি। এখানে রইল ধাপে ধাপে পদ্ধতি।


 Aadhaar Card Verification: আধার কার্ড যাচাই করা যাবে এই সহজ ধাপে ? 
১ প্রথমে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার UIDAI website -www.resident.uidai.gov.in/verify -  এ যান
২ এখানে মাই আাধারে গিয়ে আধার সার্ভিসেসে ক্লিক করুন।
৩ এবার ভেরিভাই আধার নম্বর অপশনে ক্লিক করুন।
৪ এখান থেকে আধার ভেরিফিকেশন পেজ খুলে যাবে।
৫ এই পেজে গিয়ে প্রয়োজনীয় তথ্য জমা দিন। যেমন-নাম ও আধার নম্বর
৬ একবার সব ডকুমেন্ট জমা হয়ে গেলে 'প্রসিড টু ভেরিভাই' বটনে ক্লিক করুন।
৭ এখানে আধার নম্বর ভুয়ো না হলে ডিসপ্লেতে ওই ব্যক্তির বিবরণ দেখা যাবে।
৮ কোনও কারণে আধার নম্বর ভুয়ো হলে আপনাকে নোটিফিকেশন দেবে।


Aadhar card : কেন খুবই গুরুত্বপূর্ণ আধার কার্ড ?
আজকাল দেশের নাগরিকদের পরিচয় জানতে আধার কার্ডের বিকল্প নেই। সরকারি পরিষেবা থেকে শুরু করে আয়কর জমার ক্ষেত্রেও লাগে আধারের পরিচয়। প্যানকার্ডের সঙ্গে কার্ডের নথির লিঙ্ক করা বাধ্যতামূলক হওয়ায় কর জমা দেওয়ার কাজে লাগে আধার কার্ড। সরকারি প্রকল্পের টাকা পেতেও আধার থাকাটা আবশ্যিক। তাই নিজের আধার কার্ড যাচাই করে নেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়। 


UIDAI Update: আধার নিয়ে কী ট্যুইট করেছে UIDAI ? 
আধার আধার কার্ডের (Aadhar Card) প্রতারণা রুখতে ট্যুইট করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া(UIDAI)। ট্যুইটে বলা হয়েছে, আধার কার্ডকে নিজের প্রামাণ্য নথি হিসাবে গ্রহণ করার আগে তা যাচাই করে নিন। ১২ সংখ্যার নম্বর মানেই যে সর্বদা আধার হবে বিষয়টা তেমন নয়। https://resident.uidai.gov.in- এই সাইটে গিয়ে মাত্র কয়েকটা ধাপ পেরোলেই বুঝে যাবেন সত্যি-মিথ্যে।


আধার কার্ড আসল না নকল চিনুন এইভাবে
১ প্রথমে আধার কার্ডের অফিশিয়াল ওয়েবসাইট https://resident.uidai.gov.in- এ গিয়ে লগ ইন করুন। 
২ এবার মাই আধার সেগমেন্টে ক্লিক করে ''ভেরিফাই আধার নম্বর''-এ যান।
৩ এখানে ১২ সংখ্যার আধার নম্বর জমা দিন।
৪ পরবর্তী পদক্ষেপে আপনাকে ক্যাপচা ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। এখানে ক্লিক করে কাজ সম্পূর্ণ করুন।
৫ যদি ক্লিক করার পর নতুন পেজ খুলে যায় ও তাতে গ্রাহকের আধার নম্বর দেখা যায় তাহলে আপনার কার্ড আসল।
৬ এখানে আপনার আধার কার্ড নম্বর ছাড়াও বয়স, লিঙ্গ ও রাজ্য ছাড়াও আরও বিবরণ দেখাবে।
৭ নতুন পেজে কার্ডের বিবরণ না দেখালে বুঝে যাবেন আপনার আধার কার্ড নকল।


Aadhaar Card : চুরি যাচ্ছে আপনার আধারের নথি, কীভাবে রুখবেন ?