Credit Score: ব্যাঙ্ক থেকে কোনওদিন ঋণ নেননি ? এদিকে গৃহঋণ নেবার কথা ভাবছেন ? ক্রেডিট স্কোর ভাল না হলে সমস্যায় পড়তে পারেন আপনি। যে কোনও ব্যাঙ্কে এই ক্রেডিট স্কোরের (CIBIL Score) উপর ভিত্তি করেই ঋণ দেওয়া হয়। এমনকী ঋণের উপর সুদের হার কত হবে, সেটাও ঠিক হয় ক্রেডিট স্কোর বা সিবিল স্কোরের উপর। কীভাবে এই ক্রেডিট স্কোর বাড়াবেন জানেন কী ?
সিবিল স্কোর কী ?
একটি তিন অঙ্কের সংখ্যা যা দিয়ে আপনার পূর্বের ঋণের (CIBIL Score) ইতিহাস দাখিল করা হয়, তাকেই ক্রেডিট স্কোর বা সিবিল স্কোর বলে। ঋণগ্রহীতা এবং ঋণদাতার মধ্যে এই স্কোর একটা বিশাল ভূমিকা পালন করে। সিবিল (CIBIL) কথার পুরো অর্থ হল- Credit Information Bureau Limited। এই সংস্থাই আপনার ক্রেডিট হিস্ট্রি নজরে রাখে, আপনি কবে ঋণ নিয়েছেন কোন সংস্থা থেকে, সেই ঋণ কতটা কীভাবে পরিশোধ করেছেন সমস্ত তথ্য জুড়ে থাকে এই সিবিল স্কোরের মধ্যে।
ভাল সিবিল স্কোরের মাত্রা কী ?
সাধারণত সিবিল স্কোর ৩০০ থেকে ৯০০-র মধ্যে থাকে। ৩০০ সিবিল স্কোর মানে খুবই খারাপ ধরা হয় এবং সর্বোচ্চ ৯০০ সিবিল স্কোর থাকা মানে তা সবথেকে ভাল। এখানে আপনি যদি কম সুদের হারে ঋণ নিতে চান কোনও ব্যাঙ্ক থেকে, তাহলে আপনার সিবিল স্কোর (CIBIL Score) যত বেশি ৯০০-র কাছাকাছি হবে, তত ভাল।
ভাল সিবিল স্কোরের সুবিধে কী ?
- সিবিল স্কোর ভাল হলে ঋণদাতা ব্যাঙ্ক সহজেই ঋণের অনুমোদন দেবে
- খুব তাড়াতাড়ি, খুব কম নথি জমার মাধ্যমেই ঋণ পেয়ে যাবেন আপনি।
- ঋণের উপর সুদের হারও অনেক কম হবে।
- ক্রেডিট কার্ড নেওয়ার ক্ষেত্রেও বিশেষ ছাড় পাবেন।
কীভাবে সিবিল স্কোর বাড়াবেন ?
- সময়মত ঋণ পরিশোধ করলে আপনা থেকেই সিবিল স্কোর ভাল থাকবে। ডিউ ডেট ভুলে গেলে চলবে না। এমনকী এই অভ্যেস বজায় রাখলে লেট ফি-ও দিতে হবে না, ক্রেডিট স্কোরও ভাল থাকবে।
- একবার ক্রেডিট কার্ডের জন্য আবেদন বাতিল হলে বারবার আবেদন করবেন না।
- ক্রেডিট ইউটিলাইজেশন রেটিওর দিকেও নজর দিতে হবে। যে কোনও ধরনের লেনদেন ভুলেও ক্রেডিট কার্ডের মাধ্যমে করবেন না। ৩০ শতাংশের আশেপাশে টাকা খরচ করুন আপনার ক্রেডিট লিমিটের মধ্যে।
- একই সময়ের মধ্যে প্রচুর ঋণ নিলে প্রভাব পড়বে সিবিল স্কোরে। সংক্ষিপ্ত সময়পর্বে অত্যধিক ঋণ নিলে তা সিবিল স্কোরকে ব্যাহত করে।
আরও পড়ুন: ITR 2024: টিডিএস কাটলেও কেন আলাদা করে আয়কর জমা করতে হয় ? আয়কর আর টিডিএস কী আলাদা ?