Aadhaar Good Governance Portal:  দেশের মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির পক্ষ থেকে আধারের জন্য এবার নতুন একটি ওয়েবসাইট আনা হয়েছে। এবার থেকে আধার অথেন্টিকেশনের (Aadhaar Authentication) জন্য সমস্ত ধরনের কাজ করা যাবে এই নতুন ওয়েবসাইট থেকেই, এই প্রক্রিয়া এবার থেকে আরও সহজ হবে। গ্রাহকদের জন্য স্বয়ংক্রিয়ভাবেই আধার অথেন্টিকেশন করা যাবে এই পোর্টালের (Aadhaar Portal) মাধ্যমে। এই উদ্যোগের মাধ্যমে আধার ব্যবস্থাকে আরও সুগম করার দায়িত্ব নিয়েছে কেন্দ্র।


দেশের নাগরিকরা যাতে এই আধার পরিষেবার পূর্ণ ব্যবহার করতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্র সরকার চাইছে যাতে এই আধার অথেন্টিকেশনের পদ্ধতি আরও সহজ হয়ে ওঠে এবং তা বিভিন্ন সেক্টরের জন্য একটি ইনক্লুসিভ টুলে পরিণত হয়, দেশের মধ্যে বিভিন্ন ধরনের পরিষেবা দিতে পারে আধার দফতর। আর এই উদ্যোগের মাধ্যমে আধার কার্ডের উপর সামগ্রিক নজরদারি বাড়ানোর চেষ্টা করছে কেন্দ্র সরকার।


মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির সচিব এস কৃষ্ণান জানিয়েছেন যে এই নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে সুষ্ঠু নজরদারি এবং সহজ প্রক্রিয়ার মাধ্যমে আধার পরিষেবা পাবেন দেশের প্রতিটি নাগরিক। সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে যে সমস্ত ক্ষেত্রে আধার অথেন্টিকেশন ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রগুলি আরও বাড়বে এবং একে জালিয়াতি বা প্রতারণার মাত্রা কমবে বলেই জানানো হয়েছে। নাগরিকদের পক্ষে অনেক সুবিধে হবে কাজকর্মে।


ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার সিইও শ্রী ভুবনেশ কুমার জানিয়েছেন, 'এই আধার গুড গভর্নেন্স পোর্টাল অথেন্টিকেশনের আবেদন অনুমোদন পেতে অনেক সুবিধে করে দেবে গ্রাহকদের।'


কীভাবে ব্যবহার করবেন এই পোর্টাল


প্রথমেই এই পোর্টালে যেতে হবে swik.meity.gov.in-এর মাধ্যমে।


নির্দিষ্ট সংস্থার হয়ে এই পোর্টালে রেজিস্টার করতে হবে। সরকারি সংস্থা বা বিভাগ, বেসরকারি সংস্থা যাই হোক না কেন আলাদা আলাদাভাবে রেজিস্টার করতে হবে।


কেন আধার অথেন্টিকেশন প্রয়োজন তা উল্লেখ করতে হবে আবেদনের সময়।


এরপরে নিয়ন্ত্রকের বিধি মেনে আবেদন গৃহীত হবে।


একবার অনুমোদন মিললে সেই সংস্থাগুলি তাদের অ্যাপে এবং সুরক্ষা বলয়ে এই পোর্টালের সহায়তায় আধার অথেন্টিকেশন করাতে পারবেন।


কী কী কাজ করবে এই পোর্টাল


সুরক্ষা আরও মজবুত করবে, ওটিপি ভিত্তিক অথেন্টিকেশনের উপরে নির্ভরতা কমাবে।


সর্বত্র বায়োমেট্রিক ভিত্তিক অথেন্টিকেশনের ব্যবহার বাড়িয়ে তুলবে।


যে কোনো ইন্ডাস্ট্রিতে সার্ভিস প্রোভাইডারদের ক্ষেত্রে ই-কেওয়াইসি পদ্ধতি আরো সহজতর করে তুলবে।


আরও পড়ুন: Gold Rate Today: তরতরিয়ে বাড়ছে সোনার দাম, আজ কত খরচ হবে ১ ভরিতে ?