Continues below advertisement

UIDAI Update : আধার (Aadhaar Card) কেবল আর পরিচয়পত্র নয়। এখন ব্যাঙ্ক অ্য়াকাউন্ট (Bank Account) খোলা থেকে শুরু করে, সরকারি প্রকল্পের সুবিধা নেওয়ার ক্ষেত্রে সবেতেই কাজে লাগে আধার কার্ড। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আধারের ফটোকপি ব্যবহার করি। তবে এবার বদলাতে চলেছে এই ফটোকপির নিয়ম। জেনে নিন,ঠিক কী করতে চলেছে UIDAI ।  

পরিচয়পত্রের প্রয়োজন হলেই আধারের ফটোকপি দেন ?

Continues below advertisement

আগে যখনই পরিচয়পত্রের প্রয়োজন হত, তখনই আধারের ফটোকপি দেওয়া একটা স্বাবাবিক প্রবৃত্তি হয়ে উঠেছিল। হোটেল, মোবাইল স্টোর, অফিস ও অন্যান্য কাজের জন্য লোকেরা আধারের একটি কপি চাইত। এই প্রক্রিয়াটি এতটাই সাধারণ হয়ে উঠেছিল, টিকিট দেখানোর মতো এই কার্ড দেখাতেন ব্যবহারকারীরা।

কিন্তু এখন, এই পুরনো অভ্যাসটি শেষ হতে চলেছে। পিটিআই-এর একটি প্রতিবেদন বলছে, UIDAI একটি নতুন নিয়ম তৈরি করছে ,যা আধারের ফটোকপি নেওয়া ও সংরক্ষণ করার প্রয়োজনীয়তা দূর করবে। এই পরিবর্তনটি সারা দেশে পুরো পরিচয় যাচাইকরণ ব্যবস্থাকে বদলে দেবে।

ফটোকপি নিষিদ্ধ করার পিছনে আসল কারণ কী

আধার নম্বরগুলি অত্যন্ত সংবেদনশীল তথ্য। এর লক্ষ লক্ষ ফটোকপি বিভিন্ন স্থানে যেমন হোটেলের ড্রয়ার, ক্যাবিনেট বা অফিস স্টোরেজ রুমে - অরক্ষিত অবস্থায় পড়ে থাকে। এত বড় আকারে কাগজে সংরক্ষিত এই কপিগুলি গোপনীয়তার জন্য একটি উল্লেখযোগ্য উদ্বেগের কারণ হয়।

কী করছে UIDAI

UIDAI এই শিথিল ব্যবস্থাটি দূর করার ও আপনার ব্যক্তিগত তথ্য ভুল হাতে পড়া রোধ করার লক্ষ্য নিয়েছে। অতএব, কাগজের কপির উপর নির্ভর না করে ডিজিটাল, নিরাপদ ও দ্রুত যাচাইকরণের দিকে মনোযোগ দেওয়া হচ্ছে।

QR কোডের মাধ্যমে সনাক্তকরণআধার কার্ডের ছোট QR কোড থাকবে। এই কোডে আপনার মৌলিক, এনক্রিপ্ট করা তথ্য রয়েছে এবং আপনার সম্পূর্ণ আধার নম্বর প্রকাশ না করেই তাৎক্ষণিকভাবে আপনার পরিচয় যাচাই করার জন্য স্ক্যান করা যেতে পারে।

এই পদ্ধতিটি কেবল নিরাপদই নয়, ফটোকপির তুলনায় অপব্যবহারের সম্ভাবনাও কম। UIDAI এমন একটি অ্যাপও তৈরি করছে যা ব্যবসাগুলিকে ইন্টারনেট বা ডাটাবেস সংযোগ ছাড়াই আধার যাচাই করতে দেবে। এর অর্থ হল, হোটেল চেক-ইনগুলিও শুধুমাত্র একটি স্ক্যানের মাধ্যমে সম্পন্ন করা যেতে পারে।

UIDAI-তে রেজিস্টার করতে হবেএখন, হোটেল, টেলিকম কোম্পানি, ব্যাঙ্ক বা ইভেন্ট অর্গানাইজার যাই হোক না কেন, আধার যাচাই করতে ইচ্ছুক যেকোনো সংস্থাকে UIDAI-তে রেজিস্টার করতে হবে। রেজিস্ট্রেশনের পরেই তারা নতুন QR-ভিত্তিক কার্ড ব্যবহার করতে সক্ষম হবে। এটি দেশজুড়ে পরিচয় যাচাইকরণ প্রক্রিয়াকে অভিন্ন, নিরাপদ ও ট্র্যাকযোগ্য করে তুলবে।

শীঘ্রই কার্যকর করা হবে এই নিয়মUIDAI-এর তরফে জানানো হয়েছে, নতুন নিয়মটি অনুমোদিত হয়েছে , শীঘ্রই তা অবহিত করা হবে। এটি স্পষ্টতই পরিচয় যাচাইয়ের পুরানো পদ্ধতির সমাপ্তির ইঙ্গিত দেয়। ব্যবহারকারীরা এরফলে কম কাগজপত্র লাগবে। ঝুঁকি ও সুরক্ষা বেশ পাবেন আপনি। প্রতিষ্ঠানগুলির জন্য, এটি একটি আধুনিক ও নির্ভরযোগ্য ব্যবস্থার অংশ হওয়ার একটি সুযোগ।