Aadhar Card: অনলাইনে বিনামূল্যে আধার কার্ড আপডেট (Aadhar Card Update) করতে চাইলে বেশ কিছু নথি প্রয়োজন। হাতের কাছে এইসব ডকুমেন্ট না থাকলে আপনি সফলভাবে আধার কার্ডে তথ্য আপডেট করতে পারবেন না। আগামী ১৪ জুন পর্যন্ত অনলাইনে ফ্রিতে আধার কার্ডের (Online Aadhar Card Free Update) তথ্য আপডেট করা যাবে। যাঁরা এখনও আধার কার্ড আপডেট করেননি তাঁরা এই সময়ের মধ্যে কাজ সেরে নিন। তার আগে হাতের কাছে কোন কোন নথি গুছিয়ে নিয়ে কাজ করতে বসবেন দেখে নিন একঝলকে। 


আইডেন্টিটিটি প্রুফ অর্থাৎ পরিচয়ের প্রমাণপত্র 


এই তালিকায় আপনি রাখতে পারেন পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ভোটার আইডি, সরকারের দেওয়া কোনও আইডি কার্ড, মার্কশিট বা রেজাল্ট, বিয়ের সার্টিফিকেট, রেশন কার্ড। 


অ্যাড্রেস প্রুফ অর্থাৎ আপনার ঠিকানার প্রমাণপত্র 


এই তালিকায় রাখতে পারেন ব্যাঙ্কের শেষ তিনমাসের মধ্যের স্টেটমেন্ট, বিদ্যুতের কিংবা গ্যাসের কানেকশনের বিল (শেষ তিনমাসের মধ্যে রাখতে হবে), পাসপোর্ট, বিয়ের সার্টিফিকেট, রেশন কার্ড, সম্পত্তির করের রশিদ (এক বছরের বেশি পুরনো হলে চলবে না), সরকারের দেওয়া আইডি কার্ড। 


বায়োমেট্রিক ডিটেলসের ক্ষেত্রে ফ্রিতে আপনি অনলাইনে আধার কার্ডে কিছু আপডেট করতে পারবেন না 


বিভিন্ন বায়োমেট্রিক ফিচার যেমন ফেসিয়াল ফটোগ্রাফ, আইরিস স্ক্যান, ফিঙ্গারপ্রিন্ট- এইসব আপডেট করতে চাইলে আপনাকে বাড়ির কাছে আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে। 


এর জন্য আপনাকে কী কী করতে হবে দেখে নিন 



  • প্রথমে যেতে হবে UIDAI ওয়েবসাইটের bhuvan.nrsc.gov.in/aadhaar/ অপশনে। এখানে গেলে বাড়ির কাছের এনরোলমেন্ট সেন্টার খুঁজে পাবেন। 

  • সেখানে গিয়ে প্রয়োজনীয় বায়োমেট্রিক তথ্য যেমন- আঙুলের ছাপ, আইরিস স্ক্যান, ফটোগ্রাফ দিতে হবে আপনাকে। 

  • এরপর সেন্টার থেকে আপনাকে যা যা নির্দেশ দেওয়া হবে সেগুলি মেনে চলতে হবে। তাহলে অথেনটিকেশন সফল হবে। 

  • ভেরিফিকেশনের জন্য যা যা প্রয়োজনীয় ডকুমেন্ট সেগুলি জমা দিতে হবে। 

  • আপনি যে তথ্য আপডেট করছেন তার প্রমাণ হিসেবে একটি রশিদ আপনাকে দেওয়া হবে আধার সেন্টার থেকে। তার সঙ্গে থাকবে একটি ইউআরএন নম্বর। এর সাহায্যে আপনার বায়োমেট্রিক আপডেট সংক্রান্ত তথ্য আপনি ট্র্যাক করতে পারবেন। 


আরও পড়ুন- বিনামূল্যে অনলাইনে আধার কার্ড আপডেট করবেন কীভাবে? জেনে নিন সহজ পদ্ধতি 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।