Aadhar Update Alert: ৫ বছর বয়স হওয়ার আগেই যারা আধার কার্ড পেয়েছে, সেইসব বাচ্চাদের আধার কার্ড ৭ বছর হওয়ার পরই আপডেট করে নিতে হবে। বাচ্চার বয়স ৭ বছর হওয়ার পর যদি তাদের আধার কার্ডের বায়োমেট্রিক তথ্য আপডেট না হয়, তাহলে আধার কার্ড ডি-অ্যাক্টিভ হয়ে যেতে পারে। অর্থাৎ ৫ বছর হওয়ার আগে যেসব বাচ্চার আধার কার্ড হয়ে গিয়েছে, ৭ পেরোলেই তাদের আধার কার্ডের বায়োমেট্রিক তথ্য আপডেট করে নিতে হবে। নাহলে আধার কার্ড ডি-অ্যাক্টিভেট হয়ে যাওয়ার ঝুঁকি থাকবে। সম্প্রতি এমনটাই জানিয়েছে ইউআইডিএআই অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। অফিশিয়াল বিবৃতি দিয়ে এই ঘোষণা করেছে UIDAI কর্তৃপক্ষ।
সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, খুব তাড়াতাড়ি এইসব আধার অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরে এসএমএস পাঠানো শুরু করবে UIDAI কর্তৃপক্ষ। এই মেসেজে বলা হবে, সঠিক সময়ের মধ্যে Mandatory Biometric Update সেরে নেওয়ার কথা। UIDAI কর্তৃপক্ষ জানিয়েছে, সময় মতো Mandatory Biometric Update করে নেওয়া জরুরি। তাহলে বাচ্চাদের বায়োমেট্রিক তথ্য নির্ভুল এবং নির্ভরযোগ্য ভাবে সুরক্ষিত থাকবে। যদি ৭ বছর হয়ে যাওয়ার পরেও Mandatory Biometric Update করা না হয়, তাহলে আধার নম্বর ডি-অ্যাক্টিভ হয়ে যাবে নিয়ম অনুসারে। UIDAI- এর বিবৃতিতে বলা হয়েছে, বাচ্চার বয়স ৫ বছর হয়ে গেলে, ফিঙ্গারপ্রিন্ট, আইরিস এবং ছবি আপডেট করতে হবে। একেই ফার্স্ট ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট বা এমবিইউ বলে।
Mandatory Biometric Update কী ?
বাচ্চার বয়স ৫ বছরের কম হলে, আধার কার্ডের জন্য তার এনরোল করা যায়। সেক্ষেত্রে সাধারণ কিছু তথ্য যেমন বাচ্চার নাম, ঠিকানা, জন্মতারিখ, লিঙ্গ, ছবি - এগুলি লাগে। এইসব তথ্যের সঙ্গে দিতে হবে উপযুক্ত তথ্যপ্রমাণ। এই পর্যায়ে ফিঙ্গারপ্রিন্ট এবং আইরিস স্ক্যান নেওয়া হয় না। নিয়ম অনুসারে, বাচ্চার বয়স ৫ বছর হলে, ফিঙ্গারপ্রিন্ট, আইরিস স্ক্যান এবং নতুন ছবি আধার ডেটাবেসে আপডেট করতে হবে। এই প্রক্রিয়াকে বলা হয় ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট। বাচ্চার বয়স ৫ থেকে ৭ বছর থাকাকালীন আধার আপডেট করলে তা বিনামূল্যে হবে। আর ৭ বছর বয়স পেরিয়ে গেলে আধার আপডেটের জন্য ১০০ টাকা খরচ লাগবে। বাচ্চাদের অভিভাবকদের ইউআইডিআই কর্তৃপক্ষ সঠিক সময়ে সন্তানের আধার কার্ড আপডেটের কথা বলেছে।