Air Conditioner : আপনিও এই সমস্যার মুখোমুখি হতে পারেন। অত্যধিক গরমে এসি (AC Using Tips) চালানোর ক্ষেত্রে এই বিষয়গুলি না মানলে বিপদে পড়বেন। সেই ক্ষেত্রে আগেভাগেই জেনে রাখুন এই বিষয়গুলি। 

AC Using Tips : এই সমস্য়ার মুখে পড়তে পারেন আপনিওদেশে কিছু জায়গায় বৃষ্টি হলেও বেশিরভাগ জায়গায় গরম কমেনি। প্রচণ্ড রোদের তাপ মানুষের অবস্থা শোচনীয় করে তুলেছে। এই গরম এড়াতে সবাই তাদের বাড়িতে এসি ব্যবহার করছেন। আপনাকে বলে রাখি যে গ্রীষ্মকালে এসি খুব সাবধানে ব্যবহার করতে হয়। অন্যথায়, আপনার সমস্যার সম্মুখীন হতে হতে পারে। এই মরসুমে, এসিতে আগুন লেগে যাওয়ার অনেক ঘটনাও সামনে এসেছে। তাই আপনি যদি এই ভুলগুলি করেন, তাহলে আপনার এসিতেও বিস্ফোরণ হতে পারে। তাই এই বিষয়গুলি মনে রাখবেন। 

Air Conditioner : একটানা দীর্ঘ সময় ধরে এসি চালাবেন নাগ্রীষ্মকালে, প্রায় প্রতিটি বাড়িতেই এসি ব্যবহার করা হয়। কিন্তু এই মরসুমে এমন অনেক ঘটনা ঘটে যেখানে এসিতে বিস্ফোরণ ঘটতে পারে। এসি বিস্ফোরণের ক্ষেত্রে কম্প্রেসার অতিরিক্ত গরম হওয়া প্রায়শই একটি প্রধান কারণ। অতএব বিশেষ যত্ন নিন, যাতে আপনার এসির কম্প্রেসার অতিরিক্ত গরম না হয়। এর জন্য আপনার দীর্ঘক্ষণ একটানা এসি চালানো উচিত নয়। মাঝে কয়েক ঘন্টা ব্যবহারের পর এসি বন্ধ করে দেওয়া উচিত।

গ্যাস লিকেজ প্রতিরোধে যত্ন নিনআপনি যদি এসি ব্যবহার করেন, তাহলে আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে এসিতে কোনও গ্যাস লিকেজ যেন না হয়। এর ফলে এসি বিস্ফোরণও হতে পারে। গ্যাস লিকেজ হওয়ার কারণে কম্প্রেসার অতিরিক্ত গরম হলে এসি বিস্ফোরণও হতে পারে।

AC Using Tips : খারাপ ওয়্যারিংও একটি কারণঅনেক সময় ওয়্যারিং ভালো মানের হয় না। নিম্নমানের ওয়্যারিংয়ের কারণেও এসিতে বিস্ফোরণ হতে পারে। অতএব, টাকা বাঁচানোর জন্য সস্তা ওয়্যারিং করাবেন না। কারণ অল্প টাকা বাঁচানোর প্রক্রিয়ায়, আপনাকে অনেক ক্ষতির সম্মুখীন হতে হতে পারে।