AC Water Leakage: দেশজুড়ে প্রবল দাবদাহ চলছে এখন। প্রচণ্ড রোদ এবং ক্রমবর্ধমান তাপমাত্রার জেরে মানুষ একটি স্বস্তি পেতে অনেকেই ঘরে এসি লাগিয়েছেন। বাইরে বেরিয়ে তো কাজকর্ম করতে হচ্ছে এই গরমে, কিন্তু ঘরে ফিরে একটু শান্তির খোঁজে (AC Using Tips) এসির হাওয়া অনেকেই পছন্দ করেন। বাড়িতে এক মুহূর্ত এসি ছাড়া কাটানো যেন অসম্ভব। এখন প্রায় সব বাড়িতেই এসি ব্যবহার করা হচ্ছে। এই এসি চালাতে গিয়েই নানা সময় নানা সমস্যার সম্মুখীন হতে হয়। অনেকক্ষেত্রেই দেখা যায় এসি থেকে ঘরের মধ্যে জল পড়ে।

কখনও কখনও দেখা যায় এসি থেকে টপ্টপ করে জল পড়ে যায় ঘরের ভিতরে। কেন এমন হয় ? আর হলে নিজে থেকে কীভাবে ঠিক করবেন জেনে নিন।

এই কারণে জল পড়ার সমস্যা দেখা যায়

আসলে অনেক সময় ড্রেন পাইপে ব্লকেজের কারণেও এই সমস্যা দেখা দিতে পারে। এয়ার কণ্ডিশনার মূলত বাতাসের আর্দ্রতা শোষণ করে নেয়। আর ড্রেন পাইপের মাধ্যমে তা জল হিসেবে বের করে দেয়। যদি এই ড্রেন পাইপে কোনও বর্জ্য জমে থাকে তাহলে জল বেরোতে না পেরে তা এসির সামনের দিক থেকেই বেরিয়ে আসে ঘরে পড়ে। ড্রেন পাইপে অন্য কোনও ময়লাও আটকে থাকতে পারে।

আর এই পরিস্থিতিতে থাকলে জল বেরোতে পারে না এসি থেকে, ফলে এসি চালানো মাত্রই জলের ছিটে বেরোতে দেখা যায়। ফলে এই সমস্যা দূর করতে দেখতে হবে ড্রেন পাইপে কিছু জমে আছে কিনা এই পাইপ পরিস্কার করতে হবে। তাহলে আর জল পড়ার সমস্যা থাকবে না হয়ত।

এয়ার ফিল্টারটিও পরিস্কার করতে হবে

এছাড়াও অন্য একটি কারণেও এসি থেকে জল টপটপ করে পড়তে পারে। এয়ার ফিল্টারের কারণেও এই সমস্যা দেখা দিতে পারে। যদি আপনার এয়ার ফিল্টারের মধ্যে ময়লা জমে থাকে, ধুলো জমে থাকে তাহলেও এসি থেকে জলের ছিটে লাগতে পারে।

তাই এটি কেবল বায়ুর গুণমান কমাতে পারে তাই নয়, বরং এর ফলে বাষ্পীভবনের কয়েল খুব ঠান্ডা হতে শুরু করে। আর সেই সময় এসি থেকে জল পড়তে শুরু করে। অনেক সময়ে দেয়ালে চুঁইয়ে চুঁইয়ে জল পড়তে থাকে। এর ফলে আপনার দেওয়ালও ক্ষতিগ্রস্ত হতে পারে। অর্থাৎ এয়ার ফিল্টার খুলে এটি ভালভাবে পরিস্কার করলেও জল পড়ার সমস্যা অনেকটাই কমে যাবে।