Atal Pension Yojna: সরকারি এই স্কিমে মাসে পাবেন ৫০০০ টাকা, জেনে নিন কী রয়েছে অটল পেনশন স্কিমে

Investment: অটল পেনশন স্কিমে (Atal Pension Yojna) বিনিয়োগ (Investment) করে ভাল রিটার্নের সঙ্গে ঝুঁকিমুক্তি লাভ পেতে পারেন আপনি। জেনে নিন, এই স্কিমের বৈশিষ্ট্য ও সুবিধাগুলি।  

Continues below advertisement

Investment: বয়সকালে আপনার আর্থিক ভরসার স্থান হতে পারে সরকারি এই পেনশন স্কিম (Pension Scheme)  । অটল পেনশন স্কিমে (Atal Pension Yojna) বিনিয়োগ (Investment) করে ভাল রিটার্নের সঙ্গে ঝুঁকিমুক্তি লাভ পেতে পারেন আপনি। জেনে নিন, এই স্কিমের বৈশিষ্ট্য ও সুবিধাগুলি।  

Continues below advertisement

যেকোনও সরকারি ব্যাঙ্কে করতে পারেন স্কিম
অটল পেনশন যোজনা 9 মে 2015 এ চালু করা হয়েছিল। এর সাহায্যে আপনি বার্ধক্যের খরচের টেনশন থেকে মুক্ত হতে পারেন। বিশেষ করে অসংগঠিত ক্ষেত্রে কর্মরত কর্মীদের কথা মাথায় রেখে এই স্কিম আনা হয়েছিল। এই পেনশন স্কিমের ফর্মগুলি অনলাইনে বা যেকোনো সরকারি ব্যাঙ্ক থেকে পাওয়া যাবে। এই স্কিমে যোগদান করা খুব সহজ। আসুন জেনে নিই এর সুবিধা ও বৈশিষ্ট্য সম্পর্কে।

কীভাবে আবেদন করতে হবে
অটল পেনশন যোজনার ফর্মগুলি অনলাইনে বা ব্যাঙ্ক থেকে পাওয়া যায়৷ তবে এর জন্য অনলাইনে আবেদন করার সুবিধা বর্তমানে পাওয়া যাচ্ছে না। অতএব, ফর্মটি ডাউনলোড করার পরে আপনাকে শুধুমাত্র অফলাইন মোডে আবেদন করতে হবে। ফর্মটি পূরণ করার পরে আপনি যেকোনও সরকারি ব্যাঙ্কে গিয়ে স্কিমের জন্য আবেদন করতে পারেন। আপনাকে আপনার আধার কার্ডের একটি ফটোকপিও জমা দিতে হবে। এর পরে আপনি আপনার ফোনে আবেদন অনুমোদনের বার্তা পাবেন।

প্রকল্পের সুবিধা
এই পেনশন প্রকল্পটি পেনশন তহবিল নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষর (PFRDA) তত্ত্বাবধানে করা হয়। এতে ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS) এর সমর্থনও রয়েছে। এই স্কিমে যোগদান করে আপনি 60 বছর বয়সের পরে প্রতি মাসে ন্যূনতম 1000 থেকে 5000 টাকা পর্যন্ত পেনশন পেতে থাকবেন। পেনশনের পরিমাণ নির্ভর করবে আপনার জমা করা টাকার উপর। আপনি কখন এই স্কিমে যোগ দিয়েছেন তাও দেখা হবে।

মৃত্যুর ক্ষেত্রে কী হবে
যদি গ্রাহক 60 বছর বয়স পূর্ণ করার আগে মারা যান তবে তার স্ত্রী এই অর্থ পেতে থাকবেন। স্বামী ও স্ত্রী উভয়ের মৃত্যুর ক্ষেত্রে এই পরিমাণ নমিনিকে দেওয়া হবে।

কোন বয়সে কেউ এই প্রকল্পে যোগ দিতে পারেন?
যেকোনও ভারতীয় অটল পেনশন যোজনায় যোগ দিতে পারেন। এতে যোগদানের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। আপনাকে কমপক্ষে 20 বছরের জন্য স্কিমে টাকা জমা করতে হবে। পেনশন রিটার্ন 60 বছর বয়সের পরেই পাওয়া যাবে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধারের সাথে লিঙ্ক করা উচিত। এছাড়াও একটি মোবাইল নম্বরও প্রয়োজন।

Post Office Schemes: পোস্ট অফিসে এফডি না ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট, কোথায় বিনিয়োগে আপনার বেশি লাভ ?

Continues below advertisement
Sponsored Links by Taboola