Bank News: চলতি মাসে বেতন,পেনশন পেতে দেরি হতে পারে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করার আগেই সরকারি ব্যাঙ্কর গ্রাহকরা পড়তে পারেন চরম ভোগান্তির মুখে। কারণ এর ঠিক দু'দিন আগে ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে সরকারি ব্যাঙ্কের কর্মীরা। 


Bank Strike 2023: কোন কোন তারিখ ধর্মঘট ? 
সম্প্রতি মুম্বইতে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন (ইউএফবিইউ) সভা অনুষ্ঠিত হয়েছিল। যেখানে ব্যাঙ্ক ইউনিয়নগুলি দুই দিনের জন্য ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নগুলি হল একটি সংগঠন যা বিভিন্ন ব্যাঙ্কের কর্মচারীদের ইউনিয়নের সমন্বয়ে গঠিত। ব্যাঙ্ক ইউনিয়নগুলি তাদের দাবি নিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে। ৩০ ও ৩১ জানুয়ারি দু-দিন ব্যাঙ্ক কর্মীরা ধর্মঘটে যাবেন। এই বিষয়ে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিএইচ ভেঙ্কটাচালাম জানিয়েছেন, ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নগুলির একটি সভা হয়েছে। সেখানে ব্যাঙ্ককর্মীদের দাবি নিয়ে চিঠি লেখা সত্ত্বেও ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের তরফ থেকে কোনও সাড়া পাওয়া যায়নি। এরপর দুদিন ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক ইউনিয়নগুলি।


Bank Strike 2023: কী কী দাবি ব্যাঙ্ক কর্মীদের
 পাঁচ দিনের জন্য ব্যাঙ্কের কাজ, পেনশন আপডেট , ন্যশনাল পেনশন সিস্টেম অর্থাৎ এনপিএস বন্ধ করা ও বেতন বৃদ্ধির বিষয়ে অবিলম্বে আলোচনার প্রক্রিয়ার দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছে ইউনিয়নগুলি। তাদের দাবি,ফাঁকা পদে পূরম করে সব ক্যাডারে পর্যাপ্ত নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে শুরু করতে হবে। অন্যতায় বৃহত্তর আন্দোলনের পথে যাবে ইউনিয়ন।


Bank News: কী সমস্যা হতে পারে ?


তবে মাসের শেষ দু'দিন ব্যাঙ্ক কর্মীরা ধর্মঘটে গেলে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হতে পারে। তারিখ অনুযায়ী সোম ও মঙ্গলবার পড়েছে এই ধর্মঘটের দিন। সেই ক্ষেত্রে রবিবার এমনিতেই ব্যাঙ্কের ছুটির দিন থাকায় টানা তিন দিন ব্যাঙ্কগুলির কাজে বিরতি পড়বে। সেই ক্ষেত্রে এটিএম-এ নগদ ফুরিয়ে যাওয়ার কারণে চেক ক্লিয়ারেন্সে সমস্যা হতে পারে। জানুয়ারির শেষ সপ্তাহে এই ধরনের ধর্মঘটে  বেতন ও পেনশন রিলিজে দেরি হতে পারে। কর্মী সংগঠনগুলির মতে, অতীতেও ব্যাঙ্কের এই দাবি নিয়ে সরব হয়েছিল সংগঠনগুলি। কিন্তু এই সমস্যার কোনও সমাধান হয়নি।


 


আরও পড়ুন : Money Transfer: ভুল অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন ! জেনে নিন, কীভাবে পাবেন ফেরত