Share Market LIVE: সোমে ঘুরে দাঁড়ালেও মঙ্গলে ফের পড়ল বাজার। আজ সবুজে খুলেও ফের লালে ফিরে গেল ভারতীয় স্টক মার্কেট। বিশ্ববাজারে সঙ্কেত থেকে বিশেষ কোনও সাপোর্ট পায়নি দালাল স্ট্রিট। যদি প্রথমে দেশীয় বিনিয়োগকারীদের কেনার ভিত্তিতে শেয়ারবাজারে গতি দেখা যায়। যার জেরে সেনসেক্স ও নিফটি উভয়ই সবুজে লেনদেন শুরু করে। 

Stock Market Opening: আজ কীভাবে শুরু হয় মার্কেট আজকের ট্রেডিং সেশনে বিএসই-এর 30-শেয়ারের সূচক সেনসেক্স 57.83 পয়েন্ট বৃদ্ধির সঙ্গে 60,805.14 পয়েন্টে খুলেছে। যাতে Nifty 50-শেয়ার সূচকটি 20.10 পয়েন্ট বা 0.11 শতাংশ বৃদ্ধির সঙ্গে 18,121.30 পয়েন্টে খুলতে সক্ষম হয়েছে।

Share Market LIVE: পরে অবশ্য বদলে যায় বাজারসকাল ৯টা ২৩ মিনিটে বাজারে লাল দাগে চলে যায়। সেনসেক্স 223.36 পয়েন্ট অর্থাৎ 0.37 শতাংশ পতনের সঙ্গে 60,523.95 এ লেনদেন করে। পাশাপাশি নিফটি 55.15 পয়েন্ট অর্থাৎ 0.3 শতাংশ পতনের সঙ্গে 18,046.05-তে ট্রেড করতে থাকে।

Stock Market Opening: সেনসেক্স ও নিফটির অবস্থাসকাল সাড়ে নটায় সেনসেক্সের 30 টি স্টকের মধ্যে 12 টিতে গতি দেখা যায়। পাশাপাশি 18টি স্টক পতনের সঙ্গে লেনদেন করতে শুরু করে। এছাড়াও নিফটির 50টি স্টকের মধ্যে 19টি লাভের সঙ্গে ট্রেড করছে। সেখানে 31টি স্টক দুর্বলতার সঙ্গে লালে লেনদেন করছে।

Share Market LIVE: সেক্টরাল সূচকের অবস্থাআমরা যদি আজকের সেক্টরাল ইনডেক্সের দিকে তাকাই, সেখানে সবুজ চিহ্নে লেনদেন করা সেক্টরের সংখ্যা কম। লাল চিহ্নযুক্ত সেক্টরই বেশি।  অটো, মিডিয়া, মেটাল, ফার্মা, রিয়েলটি, তেল ও গ্যাস, স্বাস্থ্যসেবা সূচকের শেয়ারে লাভ দেখা যাচ্ছে। একইসঙ্গে আইটি, এফএমসিজি, ব্যাঙ্ক, কনজিউমার ডিউরেবলস ও ফিন্যান্সিয়াল সার্ভিসেসের শেয়ারের পতন প্রাধান্য পেয়েছে।

Stock Market Opening: সেনসেক্সের কোন স্টক বেড়েছে আজটাটা মোটরস, টাটা স্টিল, এমঅ্যান্ডএম, পাওয়ারগ্রিড, সান ফার্মা, টাইটান, এইচইউএল, এলএন্ডটি ও কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের শেয়ারে আজ উত্থান দেখা যাচ্ছে। এছাড়াও আল্ট্রাটেক সিমেন্ট, বাজাজ ফিনসার্ভ, অ্যাক্সিস ব্যাঙ্ক, এনটিপিসি, বাজাজ ফাইন্যান্স, ভারতী এয়ারটেল, উইপ্রো, রিলায়েন্স, এইচসিএল টেক, এশিয়ান পেইন্টস ও আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ারগুলি নিচে ট্রেড করছে।

Share Market LIVE: বাজার খোলার আগে ব্যবসা কেমন ছিলআজ দেশীয় পুঁজিবাজারে প্রি-ওপেনিংয়ে সামান্য ঊর্ধ্বগতি দেখা গিয়েছে। বিএসই-র সেনসেক্স 43.64 পয়েন্ট অর্থাৎ 0.07 শতাংশের সামান্য বৃদ্ধির পরে 60790-এর স্তরে ছিল। পাশাপাশি NSE-র নিফটি 29.65 পয়েন্ট অর্থাৎ 0.16 শতাংশ বেড়ে 18130-এর স্তরে ছিল।

আরও পড়ুন : Viral Video: ৬ লক্ষ টাকার 'হার্লে ডেভিডসন' বাইকে দুধ বিক্রি করছেন দুধওয়ালা, ভাইরাল ভিডিও