Bank News: সরকারি ব্যাঙ্ক কর্মীদের (Bank Employees) জন্য সুখবর। ১৭ শতাংশ বেতন বৃদ্ধি (Salary Hike) হচ্ছে এই কর্মীদের। শনিবারই সোশ্যাল মিডিয়ায়  এই খবর জানিয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন(AIBOC)।  


পাঁচ বছর থাকবে এই বেতন বৃদ্ধির চুক্তি
এদিন ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (IBA) এবং কর্মচারী ইউনিয়নগুলির (Employees Union) মধ্যে বেতন 17 শতাংশ বৃদ্ধির জন্য একটি চুক্তি হয়েছে। এই চুক্তিটি 1 নভেম্বর, 2022 থেকে কার্যকর বলে বিবেচিত হবে। পাশাপাশি এই চুক্তি পাঁচ বছরের জন্য বলবৎ থাকবে। চুক্তি অনুসারে বেতন বৃদ্ধির কারণে এসবিআই সহ সব সরকারি ব্যাঙ্কের 12449 কোটি টাকা খরচ হবে। 


বেতন বৃদ্ধি হবে ১৭ শতাংশ
চুক্তি অনুযায়ী, সরকারি খাতের সব ব্যাঙ্কে ১৭ শতাংশ বেতন বাড়ানো হবে। এর জন্য 12449 কোটি টাকা খরচ হবে। নতুন চুক্তির ফলে প্রায় 9 লাখ কর্মচারী এবং 3.8 লাখ অফিসার উপকৃত হবেন। ৭ ডিসেম্বর আইবিএ ও কর্মচারী ইউনিয়নের মধ্যে আলোচনা হয়। বেতন বৃদ্ধির বিষয়ে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়। নতুন বেতন বৃদ্ধির প্রক্রিয়া ৬ মাসের মধ্যে শেষ হবে।


কী রয়েছে এই চুক্তিতে
এমওইউ অনুসারে, নতুন বেতন বৃদ্ধি 1 নভেম্বর, 2022 থেকে কার্যকর হবে। এটি পরবর্তী 5 বছর পর্যন্ত বলবৎ থাকবে। নতুন বেতন স্কেলের জন্য, DA মূল বেতনের সাথে ধরা হবে। এই নিয়মটি 31 অক্টোবর, 2022 থেকে প্রযোজ্য বলে বিবেচিত হবে। এছাড়াও, 3 শতাংশ লোডিংও প্রযোজ্য হবে, যে কারণে 1795 কোটি টাকা খরচ হবে। তবে অফিসার ও কর্মচারীদের বার্ষিক বেতন বৃদ্ধির জন্য আলাদা নিয়ম থাকবে। যদিও পেনশন বাড়ানোর প্রস্তাব নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে,সবাইকে এককালীন অর্থ দিতে সম্মত হয়েছে ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন।


প্রতি শনিবার ছুটি হচ্ছে কি ?
আগেই প্রতি শনিবার ছুটি হিসেবে রাখার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে আইবিএ। বর্তমানে দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক ছুটি থাকে। এই বিষয়ে অর্থ প্রতিমন্ত্রী ভাগবত কারাদ সংসদে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সরকার বিষয়টি বিবেচনা করছে কি না তা বলেননি তিনি। এমনকী এমওইউতেও এটি উল্লেখ করা হয়নি। পাঁচ দিনের সপ্তাহের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। দীপাবলির আগে কেন্দ্রীয় সরকার তার কর্মচারীদের মহার্ঘ ভাতা চার শতাংশ বাড়িয়েছিল। ব্যাঙ্ক কর্মীরা গত বছর থেকে বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন, তাই এই পদক্ষেপের পথে হাঁটল অ্যাসোসিয়েশন।


PPF VS SIP: পিপিএফ না এসআইপি? কোথায় বিনিয়োগ করলে আগে কোটিপতি হবেন ?