Fixed Deposit: মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রিজার্ভ ব্যাঙ্ক (RBI) রেপো রেট (Repo Rate) বাড়াতেই এই ব্যাঙ্কগুলিতেও পড়েছে প্রভাব। কেন্দ্রীয় ব্যাঙ্কের সঙ্গে সমতা বজায় রাখতে স্থায়ী আমানতে সুদের হার বৃদ্ধি করতে হয়েছে সরকারি, বেসরকারি ব্যাঙ্কগুলিকে। যার ফলে ফিক্সড ডিপোজিটে আগের থেকে অনেকটাই বেশি পাচ্ছেন বিনিয়োগকারীরা।


FD Rate Hike: গত বছর আরবিআই রেপো রেট বাড়ার পর থেকে অনেক ব্যাঙ্কই এফডির হার বাড়িয়েছে। কিছু ব্যাঙ্ক এফডি-তে মানুষকে ৭.৫০ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। আপনিও যদি স্থায়ী আমানতে বিনিয়োগ করতে চান, তাহলে জেনে নিন দেশের শীর্ষ ব্যাঙ্কগুলি আপনাকে কতটা সুদ দিচ্ছে। এই ব্যাঙ্কগুলির মধ্যে রয়েছে SBI, ICICI ও HDFC ব্যাঙ্ক৷ এই ব্যাঙ্কগুলি ২ কোটিরও কম বিনিয়োগে ভালো সুদ দিচ্ছে।


HDFC ব্যাঙ্কের সর্বশেষ FD রেট
7 থেকে 29 দিনের FD-তে, সাধারণ নাগরিকদের জন্য সুদ 3 শতাংশ ও প্রবীণ নাগরিকদের জন্য 3.50 শতাংশ৷


30 থেকে 45 দিনের এফডি-তে সাধারণ মানুষকে 3.50 শতাংশ ও প্রবীণ নাগরিকদের 4 শতাংশ সুদ দেওয়া হচ্ছে।


একই সময়ে, 15 মাস থেকে 10 বছরের মেয়াদে সর্বোচ্চ সুদ দেওয়া হচ্ছে।


এই FD হার সাধারণ নাগরিকদের জন্য 7 শতাংশ ও প্রবীণ নাগরিকদের জন্য 7.75 শতাংশ পর্যন্ত রাখা হয়েছে।


আইসিআইসিআই ব্যাঙ্ক এফডি রেট
বেসরকারি খাতের এই ব্যাঙ্কটি 7 থেকে 29 দিনের মেয়াদে সর্বনিম্ন সুদ দিচ্ছে। যা সাধারণ নাগরিকদের জন্য 3% ও প্রবীণ নাগরিকদের জন্য 3.50%।


এই ব্যাঙ্কে সর্বোচ্চ সুদ 15 মাস থেকে 10 বছরের জন্য দেওয়া হচ্ছে। এই সুদের হার 7 শতাংশ থেকে 7.50 শতাংশ পর্যন্ত।


এছাড়াও, 390 দিনের FD-এর সুদ 6.60 শতাংশ দিচ্ছে ব্যাঙ্ক৷


SBI ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট রেট
আপনি যদি SBI-তে বিনিয়োগ করতে চান, তাহলে এই ব্যাঙ্ক সর্বনিম্ন মেয়াদ দেয় । এখানে সাধারণ জনগণের জন্য 7 দিন থেকে 45 দিনের FD-তে 3% সুদ এবং প্রবীণ নাগরিকদের জন্য স্থায়ী আমানতে 3.50% সুদ দেওয়া হয়।


এছাড়াও, এই ব্যাঙ্কটি সাধারণ নাগরিকদের 6.25 শতাংশ ও বয়স্ক নাগরিকদের 7.25 শতাংশ সুদ দেয়। 5 বছর থেকে 10 বছর মেয়াদের জন্য এই সুদ দেওয়া হয়। 


সম্প্রতি ব্যাঙ্ক ছাড়াও পোস্ট অফিসের বিভিন্ন স্বল্প সঞ্চয় স্কিমে ভাল সুদ দিচ্ছে সরকার। সেই ক্ষেত্রে সুকন্যা সমৃদ্ধি,সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিম ছাড়াও আরও প্রকল্পে বিনিয়োগ করতে পারেন। এখানে ৭.৬ থেকে ৮ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে পোস্ট অফিস।


Google Layoffs: আমেরিকায় গুগলের ছাঁটাই কর্মীরা পাবেন ৬০ দিনের বেতন, ভারতে কী হবে ?