Sundar Pichai: গুগলের ১২,০০০ কর্মী ছাঁটাইয়ের (Google Layoffs) খবর সামনে আসতেই বিশ্বের প্রযুক্তি জগতে তৈরি হয়েছে আশঙ্কার পরিবেশ। রাতারাতি এই ছাঁটাইয়ে বেকার হয়ে পড়বেন বিপুল সংখ্যক কর্মী। যা নিয়ে নিজেই মুখ খুলছেন গুগলের পেরেন্ট কোম্পানি অ্যালফাবেটের  সিইও। 


Alphabet CEO: আমেরিকার কর্মীদের জন্য কী বলছেন সুন্দর পিচাই ?
কোম্পানির এই বিপুল কর্মী ছাঁটাই নিয়ে ব্লগ পোস্ট করেছেন সুন্দর পিচাই (Sundar Pichai)। আমেরিকার গুগল কর্মীদের জন্য় আলাদা করে পাঠানো হয়েছে মেইল। যেখানে গুগলের সর্বেসর্বা জানিয়েছেন, মার্কিন গুগল কর্মীদের জন্য পুরো নোটিফিকেশন পিরিয়ডের মানে ন্যূনতম ৬০ দিনের বেতন দেওয়া হবে । এখানেই শেষ নয়,২০২২-এর বোনাসও পাবেন এঁরা। এ ছাড়াও যাঁরা বাইরে থেকে এসে মার্কিন মুলুকে চাকরি করছেন,তাঁদের অভিবাসন সম্পর্কিত যাবতীয় সুবিধা দেবে কোম্পানি।


Google Layoffs: ভারতের গুগল কর্মীদের কী হবে ?
তবে কেবল আমেরিকার কর্মীদের জন্য ইমেইল পাঠায়নি কোম্পানি। পাশাপাশি বিশ্বে কোম্পানির সব ছাঁটাই কর্মীদের জন্য আলাদা একটি বার্তা দিয়েছেন পিচাই। যেখানে তিনি জানিয়েছেন,মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরের কর্মীদের এই প্রক্রিয়ায় আরও কিছুটা সময় লাগবে। মূলত, সেখানকার আইনি জটিলতার কারণেই এই কাজে দেরি হবে। তবে অন্য দেশের কর্মীদের স্থানীয় কাজে সমর্থন করব কোম্পানি। যদিও ঠিক কীভাবে সেই কর্মীদের সাপোর্ট করা হবে তা নিয়ে কোনও নির্দিষ্ট কথা বলেননি গুগলের সিইও।  
 
মাইক্রোসফটের (Microsoft)পর বিপুল কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে গুগলের (Google Layoffs)পেরেন্ট কোম্পানি অ্যালফাবেট (Alphabet)। সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশ্যে চলে এসেছে কোম্পানি প্রধানের এই বার্তা। রয়টার্সকে দেওয়া স্টাফ মেমোই এই বড় সংখ্য়ক কর্মী ছাঁটাইয়ের বিষয়টি সামনে এসেছে।


Google Layoffs: কেবল কি আমেরিকায় এই ছাঁটাই ?
সম্প্রতি গুগলের প্রতিদ্বন্দ্বী কোম্পানি মাইক্রোসফট জানিয়ে দেয়,আপাতত ১০,০০০ কর্মী ছাঁটাই করবে কোম্পানি। বিশ্বের বড় টেক প্রযুক্তি সংস্থার এই ছাঁটাইয়ের খবরে 'গেল গেল রব' পড়ে যায় বিশ্বজুড়ে। এবার একই পথে হেঁটেছে অ্যালফাবেট। বিশ্বজুড়ে কোম্পানির বিভিন্ন শাখায় এই ছাঁটাইয়ের প্রক্রিয়া চলবে।


Tech News: কোন কোন বিভাগে হবে ছাঁটাই 
গুগলের তরফে স্টাফ মেমোয় জানানো হয়েছে,নিয়োগ সংক্রান্ত মানে হিউম্যান রিসোর্স, কর্পোরেট ফাংশন,ইঞ্জিনিয়ারিং ও প্রোডাক্ট টিম থেকে এই কর্মী ছাঁটাই করা হবে।  শোনা যাচ্ছে, মার্কিন মুলুকে মন্দার আশঙ্কায় তড়িঘড়ি এই কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট ও গুগল।


Sundar Pichai: ছাঁটাই নিয়ে কী বললেন অ্য়ালফাবেটের সিইও ?


মূলত, প্রযুক্তি খাতে বড় ধস নামার আশঙ্কা থেকেই এই ছাঁটাই। টেক সাইটগুলির মতে,মন্দার পাশাপাশি আরও কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ (artificial intelligence) করতে চাইছে কোম্পানিগুলি। কর্মী ছাঁটাইয়ের বিষয়ে Alphabet-এর CEO সুন্দর পিচাই বলেছেন, "আমাদের কোম্পানির লক্ষ্যের দিকে নজর দিতে হবে।আগামী দিনে যে বিপুল পরিমাণ সুযোগ আমাদের সামনে আসছে, আমি সেই বিষয়ে আত্মবিশ্বাসী। আমরা আগেই AI-তে বিনিয়োগ করে আমাদের পণ্য় ও পরিষেবাকে আরও শক্তিশালী করতে চলেছি। ভবিষ্যতে এই বিনিয়োগ আমাদের লক্ষ্য় পূরণের গতিকে আরও শক্তি জোগাবে।"


আরও পড়ুন: What is ChatGPT: গুগলকে টেক্কা দেবে এই প্রযুক্তি ! ChatGPT আগামীর ভবিষ্যৎ