Bank Holidays Update: সপ্তাহ শেষের ছুটি বাদে আরও ৯দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। এপ্রিলে ব্যাঙ্কের ছুটি নিয়ে এমনই ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। যেখানে নতুন আর্থিক বছরের শুরু বলে এমনিতেই ১ এপ্রিল ছুটি থাকবে দেশের ব্যাঙ্কগুলি। কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে, এই ছুটির তালিকা রাজ্যের ওপর নির্ভর করবে।


Bank Holidays In April: দেখে নিন সম্পূর্ণ ছুটির তালিকা 
 
1 এপ্রিল : নতুন অর্থবর্ষের শুরুর কারণে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। আইজল, চণ্ডীগড়, শিলং ও সিমলা ছাড়া দেশের প্রায় সব জায়গায় এইদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।


2 এপ্রিল: বেলাপুর, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ, ইম্ফল, জম্মু, মুম্বই, নাগপুর, পানাজি ও শ্রীনগরে গুড়ি পদওয়া / উগাদি উত্সব / 1লা নবরাত্রি / তেলগু নববর্ষের দিন / সজিবু নংমাপানবা (চেরাওবা)-র কারণে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে৷


4 এপ্রিল: সরহুল উপলক্ষে রাঁচিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।


5 এপ্রিল: বাবু জগজীবন রামের জন্মদিনের কারণে হায়দরাবাদে ব্যাঙ্ক বন্ধ থাকবে।


14 এপ্রিল : বাবাসাহেব অম্বেদকর জয়ন্তী/মহাবীর জয়ন্তী/বৈশাখী/তামিল নববর্ষ দিবস/চেরাওবা/বিজু উৎসব/বোহাগ বিহুর জন্য শিলং ও সিমলা ছাড়া দেশের প্রায় সব জায়গায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। 
15 এপ্রিল: গুড ফ্রাইডে/বাংলা নববর্ষ (নববর্ষ)/হিমাচল দিবস/বিশু/বোহাগ বিহু উপলক্ষে দেশের প্রায় সব জায়গায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।


16 এপ্রিল: বোহাগ বিহুর প্রাক্কালে গুয়াহাটিতে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে
19 এপ্রিল: শব-ই-কদর/জুমাতুল-বিদার কারণে জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে


21 এপ্রিল: গড়িয়া পুজোর কারণে আগরতলায় ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।


Bank Holidays In April: রিজার্ভ ব্যাঙ্কের অফিশিয়াল সাইট দেখে নিন
রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুসারে, প্রতি মাসের রবিবার ছাড়াও দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্কগুলি বন্ধ থাকে। ব্যাঙ্কের ছুটির বিষয়ে আরও তথ্যের জন্য আপনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল লিঙ্ক https://rbi.org.in/Scripts/HolidayMatrixDisplay.aspx  -এ যেতে পারেন।


Bank Holidays In April 2022: কী বলছে রিজার্ভ ব্যাঙ্ক ?  
Reserve Bank Of India(RBI)-এর নিয়ম অনুসারে, কোনও ব্যাঙ্কের ছুটির দিন তিনটি বিষয়ের ওপর নির্ধারণ করা হয়। 'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট', 'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অ্যান্ড রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট হলিডে'। এছাড়া রয়েছে-'ব্যাঙ্কস ক্লোজিং অফ অ্যাকাউন্টস'। দেশে সব ব্যাঙ্কের ছুটি একসঙ্গে নাও থাকতে পারে। রাজ্যের উৎসবের ভিত্তিতেই অনেক ক্ষেত্রে ব্যাঙ্ককর্মীদের ছুটি হয়ে থাকে। তবে এটিএম ও ডিজিটাল পরিষেবা চালু থাকবে ব্যাঙ্কগুলির।