Bank News: চলতি সপ্তাহে ব্যাঙ্কের কাজ করতে গেলে অবশ্যই জেনে নিন এই বিষয়ে। না হলে ব্যাঙ্কে গিয়ে খালি হাতে ফিরে আসতে হবে। কারণ নেতাজির জন্মদিন ছাড়াও আরও ছুটির কারণে বন্ধ থাকবে ব্য়াঙ্ক (Bank Holidays) । জেনে নিন, ঠিক কোন কোন দিনগুলিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
আপনার মূল্যবান সময় বাঁচতে পারেন১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া সপ্তাহে আপনার ব্যাঙ্কের কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকে, তবে একটু সতর্ক থাকা জরুরি। অনেক সময় মানুষ আগে থেকে কোনও তথ্য ছাড়াই ব্যাঙ্কের শাখায় যান। পরে জানতে পারেন সেদিন ব্যাঙ্ক বন্ধ। আসলে, বিভিন্ন রাজ্য ও শহরে বিভিন্ন কারণে ব্যাঙ্ক ছুটি থাকে। তাই, ব্যাঙ্কে যাওয়ার পরিকল্পনা করার আগে ছুটির তালিকা দেখে নেওয়া বুদ্ধিমানের কাজ। এতে আপনার মূল্যবান সময় বাঁচতে পারে।
এই বিষয়টি জানতে হবেরিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই) প্রতি বছর ব্যাঙ্ক ছুটির একটি সম্পূর্ণ তালিকা প্রকাশ করে। এই তালিকায় স্পষ্টভাবে উল্লেখ থাকে কোন তারিখে এবং কোন শহরগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে। কোনও ধরনের অসুবিধা এড়াতে আরবিআই-এর ছুটির তালিকাটি অবশ্যই দেখে নিন। চলুন জেনে নেওয়া যাক আগামী সপ্তাহে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে...
২৩ জানুয়ারি এই শহরগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকবেদেশের কয়েকটি নির্বাচিত শহরে শুক্রবার, ২৩ জানুয়ারি ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই দিনে আগরতলা, ভুবনেশ্বর ও কলকাতায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। বিভিন্ন রাজ্যে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন ও বিশেষ অনুষ্ঠানের কারণে এই ছুটি। এর মধ্যে রয়েছে নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকী, সরস্বতী পূজা, বীর সুরেন্দ্র সাই জয়ন্তী এবং বসন্ত পঞ্চমী। তবে, এই তিনটি শহর ছাড়া দেশের বাকি সব জায়গায় ব্যাঙ্ক যথারীতি খোলা থাকবে।
২৪ ও ২৬ জানুয়ারি দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবেজানুয়ারি মাসের চতুর্থ শনিবার হওয়ায় ২৪ জানুয়ারি দেশজুড়ে ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকবে। নিয়ম অনুযায়ী, প্রতি মাসের চতুর্থ শনিবার সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকে, তাই এই দিনে কোনও শাখা-সম্পর্কিত কাজ করা সম্ভব হবে না।
এরপর, ২৬ জানুয়ারিও দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই দিনটি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একটি জাতীয় ছুটি। তাই, আপনার যদি কোনও গুরুত্বপূর্ণ ব্যাহ্কিং কাজ থাকে, তবে আগে থেকেই ছুটির তথ্য জেনে নিন। তবে ব্যাঙ্ক বন্ধ থাকলেও অনলাইনে টাকার লেনদেন ছাড়াও বাকি কাজগুলি করতে পারবেন।