Bank News: মে মাসে দ্বিতীয় ও চতুর্থ শনি ও রবিবার সহ ১২ দিনের জন্য বন্ধ থাকবে ব্যাঙ্ক। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) নির্দেশিকা অনুসারে, নির্দিষ্ট রাজ্যের উপর নির্ভর করে কিছু আঞ্চলিক ছুটির সঙ্গে সব সরকারি ছুটির দিনে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। সেই ক্ষেত্রে আঞ্চলিক ছুটির দিনগুলি রাজ্য সরকার ঠিক করবে।
2023 সালের মে মাসে ব্যাঙ্ক ছুটির সম্পূর্ণ তালিকা
১ মে (সোমবার): মে দিবস, মহারাষ্ট্র দিবস৫ মে (শুক্রবার): বুদ্ধ পূর্ণিমা – দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্র, পাঞ্জাব, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড, আসাম, বিহার, গুজরাত, অরুণাচল প্রদেশ, ছত্তিশগড়৭ মে: রবিবার৯ মে (মঙ্গলবার): রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন১৩ মে: দ্বিতীয় শনিবার১৪ মে: রবিবার১৬ মে (মঙ্গলবার): রাজ্য দিবস – সিকিম২১ মে: রবিবার২২ মে (সোমবার): মহারানা প্রতাপ জয়ন্তী - গুজরাত, হরিয়ানা, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, রাজস্থান২৪ মে (বুধবার): কাজী নজরুল ইসলাম জয়ন্তী – ত্রিপুরা২৭ মে: চতুর্থ শনিবার২৮ মে : রবিবারআপনি যদি সিকিমের বাসিন্দা হন, আপনি যদি ১৫ মে ছুটি নেন তাহলে আপনি ১৩ মে থেকে ১৬ মে পর্যন্ত চার দিনের দীর্ঘ সাপ্তাহিক ছুটি উপভোগ করতে পারবেন। ১৩ মে (দ্বিতীয় শনিবার), ১৪মে (রবিবার) ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৬ মে সিকিম দিবসের জন্য ব্যাঙ্ক বন্ধ।
Bank Holidays 2023 : রিজার্ভ ব্যাঙ্কের অফিশিয়াল সাইট দেখে নিনরিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুসারে, প্রতি মাসের রবিবার ছাড়াও দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্কগুলি বন্ধ থাকে। ব্যাঙ্কের ছুটির বিষয়ে আরও তথ্যের জন্য আপনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল লিঙ্ক https://rbi.org.in/Scripts/HolidayMatrixDisplay.aspx- এ যেতে পারেন।
Bank Holidays List in 2023: Reserve Bank Of India(RBI)-এর নিয়ম অনুসারে কোনও ব্যাঙ্কের ছুটির দিন তিনটি বিষয়ের ওপর নির্ধারণ করা হয়। 'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট', 'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অ্যান্ড রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট হলিডে'। এছাড়া রয়েছে-'ব্যাঙ্কস ক্লোজিং অফ অ্যাকাউন্টস'। দেশে সব ব্যাঙ্কের ছুটি একসঙ্গে নাও থাকতে পারে। রাজ্যের উৎসবের ভিত্তিতেই অনেক ক্ষেত্রে ব্যাঙ্ককর্মীদের ছুটি হয়ে থাকে। তবে এটিএম ও ডিজিটাল পরিষেবা চালু থাকবে ব্যাঙ্কগুলির।
বর্তমানে ডিজিটাল ব্যাঙ্কিংয়ের কারণে ঘরে বসেই হয়ে যায় টাকা পাঠানোর কাজ। তবে কিছু ক্ষেত্রে ব্যাঙ্কে যেতে হয়। তাই আগামী মাসে ব্যাঙ্কে যাওয়ার আগে ছুটির তালিকা দেখে নিন। না হলে ব্যাঙ্কে গিয়েও খালি হাতে ফিরে আসতে হবে আপনাকে।