নয়াদিল্লি : চুক্তি লঙ্ঘন, ইউনিয়নের অধিকারে হস্তক্ষেপ সহ একাধিক অভিযোগে শনিবার (১৯ নভেম্বর) ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (All India Bank Employees Association (AIBEA))। তাদের দাবি, অন্যান্য ইউনিয়নগুলিও এই ধর্মঘটকে সমর্থন করছে।


দেশজুড়ে সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলিতে এই ধর্মঘটের জেরে গ্রাহক পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা (Customer Services will be hit)। সমস্যা হতে পারে এটিএমে-ও। ধর্মঘটের জেরে ব্যাঙ্কে টাকা জমা দেওয়া, টাকা তোলা থেকে শুরু করে চেক ভাঙানোর মত গ্রাহকদের একান্ত প্রয়োজনীয় একাধিক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা থাকছে।


জানা যাচ্ছে, ব্যাঙ্ক অফ বরোদা, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কের মতো বেশ কয়েকটি ব্যাঙ্ক ইতিমধ্যে ধর্মঘটের যোগদানের কথা জানিয়ে রেখেছে তাঁদের গ্রাহকদের। এই দুই ব্যাঙ্কের কর্মচারিরা ছাড়াও একাধিক ব্যাঙ্কের কর্মীরা এই ধর্মঘটে যোগ দিতে পারে বলেই জানা যাচ্ছে।


অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সচিব সিএইচ ভেঙ্টাচালাম (C H Venkatachalam ) বলেছেন, ব্যাঙ্কের একাধিক কাজে যেভাবে আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজে নিয়োগ করা হচ্ছে, তাতে আখেরে গ্রাহকদের অর্থসুরক্ষা ঘিরেই তৈরি হচ্ছে সংশয়। ব্যাঙ্কের নিচুস্তরের কর্মী নিয়োগের ক্ষেত্রে আউটসোর্সিংয়ের বাড়তি ব্যবহারের জেরে ইনডাসট্রিয়াল ডিসপিউট অ্যাক্ট লঙ্ঘিত হচ্ছে।






ব্যাঙ্কে চাকরিরত কর্মীদের অধিকার রক্ষা থেকে চুক্তি লঙ্ঘনের বিরুদ্ধে বক্তব্য। গ্রাহকদের স্বার্থরক্ষার দাবি থেকে কর্মচারিদের ইউনিয়নের অধিকারে হস্তক্ষেপের মতো একাধিক দাবি-দাওয়া সামনে রেখেই দেওয়া হয়েছে ধর্মঘটের ডাক।


 


প্রসঙ্গত, ২০২১-’২২ অর্থবর্ষে সরকার বিলগ্নিকরণের মাধ্যমে ১.৭৫ লক্ষ কোটি টাকা জোগাড় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কেন্দ্রীয় সরকার। বাজেটে (Union Budget 2020-21) এ কথা জানিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। অর্থমন্ত্রী জানিয়েছিলেন যে, নতুন অর্থবর্ষে আরও সরকারি ব্যঙ্কের বেসরকারিকরণ করা হবে। পাল্টা রাষ্ট্রায়ত্ত ও গ্রামীণ ব্যাঙ্কের বেসরকারিকরণের পথে হাঁটতে চলেছে কেন্দ্র। এই অভিযোগে রাস্তায় নামছে ব্যাঙ্ক কর্মীদের সংগঠন।  বেশ কিছুদিন ধরেই রাস্তার নেমেও প্রতিবাদ দেখিয়েছে একাধিক সংগঠন। বেসরকারিকরণের অভিযোগের পর এবার আরও নতুন দাবি সামনে রেখেই ধর্মঘটের ডাক।


আরও পড়ুন- ভারতেই পড়াশোনা, কাজ বিশ্বজুড়ে, কে এই সন্ধ্যা দেবনাথন