নয়াদিল্লি: এখন থেকে ভারতে মেটার গোটা ব্যবসা দেখবেন সন্ধ্যা দেবনাথন। তিনি মেটা ইন্ডিয়া (Meta India)-র ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োজিত হয়েছেন। মেটার অধীনেই রয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইন্সটাগ্রামের মতো সোশ্যাল প্ল্যাটফর্ম।
কে সন্ধ্যা দেবনাথন:
দুই দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক স্তরে বিভিন্ন বহুজাতিক সংস্থায় একাধিক উচ্চপদে ছিলেন তিনি। ব্যাঙ্কিং, পেমেন্টস এবং টেকনোলজি সেক্টরে তাঁর বিপুল অভিজ্ঞতা রয়েছে। বিভিন্ন ব্যবসায়ী সংস্থার উচ্চপদে মহিলাদের উঠে আসার ক্ষেত্রেও কাজ করেন এবং উৎসাহ জোগান তিনি। Meta-তে Women@APAC-এর এক্সিকিউটিভ স্পনসর তিনি। এর আগে তিনি পিপার ফিনান্সিয়াল সার্ভিস গ্রুপের বোর্ড এবং সিঙ্গাপুরের ন্যাশনাল লাইব্রেরি বোর্ডের সদস্য ছিলেন।
ভারতে পড়াশোনা:
১৯৯৮ সালে অন্ধ্র বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেন সন্ধ্যা। তারপরে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ পাশ করেন। পরে ২০১৪ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে একটি কোর্স করেন তিনি।
সন্ধ্যা দেবনাথন ভারতের প্রথম সারির সংস্থা, ব্র্যান্ড, বিজ্ঞাপনদাতা এবং কনটেন্ট ক্রিয়েটারদের সঙ্গে কৌশলগত সম্পর্ক তৈরির মাধ্যমে মেটার আয় বৃদ্ধির বিষয়টি দেখবেন। ২০২৩ সালের পয়লা জানুয়ারি থেকে নতুন এই দায়িত্বভার নেবেন তিনি। মেটার এশিয়া প্যাসিফিক রিজিয়নের (APAC)- ভাইস প্রেসিডেন্ট ড্যান নিয়েরি (Dan Neary)-এর কাছে রিপোর্ট করবেন তিনি। সম্প্রতি অজিত মোহন পদত্যাগ করার পরে তাঁর জায়গায় আনা হয় সন্ধ্যা দেবনাথনকে।
আগেও সামলেছেন দায়িত্ব:
সন্ধ্যা দেবনাথন ২০১৬ সালে মেটায় যোগ দেন। সিঙ্গাপুর ও ভিয়েতনামে সংস্থার ব্যবসার কাজ দেখভাল করতেন তিনি। দক্ষিণ-পূর্ব এশিয়ায় মেটার ই-কমার্স সংক্রান্ত কাজকর্মও দেখভাল করতেন তিনি। ২০২০ সালে তিনি ইন্দোনেশিয়া যান। সেখানে এশিয়া প্যাসিফিক-এলাকায় গেমিং-টিম কে নেতৃত্ব দেওয়ার জন্য। এটি মেটার অন্যতম বড় ব্যবসা।
মেটার চিফ বিজনেস অফিসার মারনে লেভাইন (Marne Levine) বলেছেন, 'ভারতে আমাদের নতুন নেতা হিসেবে সন্ধ্যাকে স্বাগত জানাচ্ছি। ব্যবসাকে আরও বাড়িয়ে নেওয়ার বিষয়ে সন্ধ্যা আগেই দক্ষতা দেখিয়েছে।'
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে চালু 'পোল' ফিচার, অ্যান্ড্রয়েড ও আইওএস ভার্সানে পাওয়া যাবে সুবিধা