Continues below advertisement

 

Bank News : গ্রাহকদের সুবিধার্থে ১ নভেম্বর থেকে বদলে যাচ্ছে ব্যাঙ্কের কিছু নিয়ম (New Banking Laws)। এই ঘোষণা করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক (Finance Ministry)। বৃহস্পতিবার মন্ত্রকের তরফে বলা হয়েছে, ব্যাঙ্কিং আইন সংশোধন ২০২৫ এর অধীনে মনোনয়ন সম্পর্কিত মূল বিধানগুলি এই বছরের ১ নভেম্বর থেকে কার্যকর হবে।

Continues below advertisement

কোন-কোন নিয়মে বদল হবে

আগামী মাস থেকে যে বিধানগুলি কার্যকর হবে, তার মধ্যে রয়েছে ডিপোজিট অ্যাকাউন্ট, নিরাপদ হেফাজতে রাখা জিনিসপত্র ও ব্যাঙ্কে রাখা সুরক্ষা লকারের বিষয়বস্তুর ক্ষেত্রে নমিনেশনের নিয়মে পরিবর্তন করা হয়েছে

একাধিক নমিনি

গ্রাহকরা এখন তাদের ডিপোজিট অ্য়াকাউন্টের জন্য সর্বোচ্চ চারজনকে নমিনি রাখতে পারবেন। হয় একবারে (একযোগে) অথবা একের পর এক নমিনি রাখতে পারেন গ্রাহক। অপ্রত্যাশিত ঘটনার ক্ষেত্রে সহজে ক্লেম করার জন্য এই সুবিধা দেওয়া হচ্ছে।

ডিপোজিট অ্যাকাউন্টের জন্য মনোনয়ন

আমানতকারীরা তাদের পছন্দ অনুযায়ী একযোগে বা ধারাবাহিকভাবে নমিনি বেছে নিতে পারেন।

নিরাপদ হেফাজতে থাকা জিনিসপত্র এবং সুরক্ষা লকারের জন্য নমিনি

এই ধরনের সুবিধার জন্য, কেবল রেগুলার নমিনি অনুমোদিত।

একযোগে মনোনয়ন

এই ক্ষেত্রে আমানতকারীরা সর্বোচ্চ চারজনকে নমিনি করতে পারেন। প্রতিটি নমিনির জন্য আপনি অংশ বা অধিকারের শতাংশ নির্দিষ্ট করতে পারেন। যাতে মোট পরিমাণ ১০০% শতাংশের মধ্যে সব নমিনির মধ্যে স্বচ্ছ বন্টন সম্ভব হয়

পরবর্তী নমিনি

এই ক্ষেত্রে আমানতকারীরা সর্বোচ্চ চারজনকে নমিনি করতে পারেন, যেখানে পরবর্তী নমিনি কেবলমাত্র হায়ার নমিনির মৃত্যুর পরে আইনত নতুন নমিনির মর্যাদা পাবেন। এই নিয়মের ফলে ক্লেম পাওয়ার ধারাবাহিকতা ও উত্তরাধিকারের বিষয়টি নিয়ে স্বচ্ছতা বজায় থাকে।

ডিপোজিট অ্যাকাউন্টে মনোনয়ন কী ?

এসবিআই ওয়েবসাইট অনুসারে, "সকল ডিপোজিট অ্যাকাউন্ট, নিরাপদ হেফাজতে থাকা জিনিস ও নিরাপদ ডিপোজিট ভল্টের জন্য নমিনি সুবিধা পাওয়া যাবে এবার। এই ক্ষেত্রে কেবলমাত্র ব্যক্তিগত ক্ষমতায় খোলা অ্যাকাউন্টের জন্য (অর্থাৎ একক / যৌথ অ্যাকাউন্টের পাশাপাশি একক মালিকানাধীন সংস্থার অ্যাকাউন্ট) জন্য নমিনির সুবিধা পাওয়া যাবে। অর্থাপ্রতিনিধিত্বমূলক ক্ষমতায় খোলা অ্যাকাউন্টের জন্য নমিনির সুবিধা পাওয়া যাবে না।"