Bank Holidays: জুনে ব্যাঙ্কে যাওয়ার থাকলে আগেই সেরে নিন কাজ। রিজার্ভ ব্যাঙ্কের ছুটির তালিকা বলছে, জুন মাসে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। তবে রাজ্য বিশেষে দেশের সব জায়গায় কিছু ছুটির দিন আলাদা হবে।


Bank Holidays in June 2023: ডিজিটাল ইন্ডিয়ার যুগে আজও ব্যাঙ্ক সাধারণ মানুষের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। অ্যাকাউন্ট থেকে টাকা তোলা থেকে শুরু করে ড্রাফ্ট তৈরি, সব কাজের জন্য ব্যাঙ্কে যেতে হয়। সম্প্রতি ২০০০ টাকার নোট বদলানোর নির্দেশ দিয়েছে RBI। আপনি ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত যেকোনও ব্যাঙ্কে গিয়ে ২০০০ টাকার নোট বদলে অন্য কারেন্সি নিতে পারবেন। এই ক্ষেত্রে আপনি যদি জুন মাসে কোনও গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে ব্যাঙ্কে যান, তবে মনে রাখবেন, এই মাসে অনেকগুলি ছুটি রয়েছে।


Bank News: জুন মাসে কত দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে?
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) গ্রাহকদের সুবিধার জন্য প্রতি মাসে ব্যাঙ্ক ছুটির তালিকা প্রকাশ করে। এই তালিকায় প্রতিটি রাজ্যের উত্সব ও বড় বার্ষিকী অনুসারে ছুটি নির্ধারণ করা হয়েছে। জুন মাসের কথা বললে, শনি ও রবিবার ছাড়াও রথযাত্রা, গরফি পূজা ঈদুল আজহার কারণে অনেক রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।  ২০২৩ সালের জুন মাসে মোট ১২ দিনের ব্যাঙ্ক ছুটি থাকবে৷ জেনে নিন, রাজ্য অনুসারে ব্যাঙ্ক ছুটির তথ্য।


Bank Holidays: জুনে এই দিনগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে
4 জুন, 2023- রবিবার সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে
জুন 10, 2023 - দ্বিতীয় শনিবারের কারণে ব্যাঙ্ক ছুটি৷
11ই জুন, 2023- রবিবারের কারণে ব্যাঙ্ক ছুটি৷
15 জুন, 2023- রাজা সংক্রান্তির কারণে মিজোরাম এবং ওড়িশায় ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে
18 জুন, 2023- রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে
20 জুন, 2023- রথযাত্রার কারণে ওড়িশায় ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে
24 জুন, 2023-চতুর্থ তারিখে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে
25শে জুন, 2023 - রবিবার সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে
26 জুন, 2023- ত্রিপুরায় খর্চি পুজোর কারণে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে
28 জুন, 2023- ঈদ-উল-আজহার কারণে কেরল, মহারাষ্ট্র, জম্মু ও কাশ্মীরে ব্যাঙ্ক বন্ধ থাকবে
29 জুন, 2023- ঈদ-উল-আজহা উপলক্ষে বাকি রাজ্যগুলিতে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে
30 জুন, 2023- মিজোরাম, ওড়িশায় রিমা ঈদ-উল-আজহা ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে


Bank Holidays  2023 : রিজার্ভ ব্যাঙ্কের অফিশিয়াল সাইট দেখে নিন
রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুসারে, প্রতি মাসের রবিবার ছাড়াও দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্কগুলি বন্ধ থাকে। ব্যাঙ্কের ছুটির বিষয়ে আরও তথ্যের জন্য আপনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল লিঙ্ক https://rbi.org.in/Scripts/HolidayMatrixDisplay.aspx-  এ যেতে পারেন।


Bank Holidays List in 2023:  Reserve Bank Of India(RBI)-এর নিয়ম অনুসারে কোনও ব্যাঙ্কের ছুটির দিন তিনটি বিষয়ের ওপর নির্ধারণ করা হয়। 'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট', 'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অ্যান্ড রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট হলিডে'। এছাড়া রয়েছে-'ব্যাঙ্কস ক্লোজিং অফ অ্যাকাউন্টস'। দেশে সব ব্যাঙ্কের ছুটি একসঙ্গে নাও থাকতে পারে। রাজ্যের উৎসবের ভিত্তিতেই অনেক ক্ষেত্রে ব্যাঙ্ককর্মীদের ছুটি হয়ে থাকে। তবে এটিএম ও ডিজিটাল পরিষেবা চালু থাকবে ব্যাঙ্কগুলির।


বর্তমানে ডিজিটাল ব্যাঙ্কিংয়ের কারণে ঘরে বসেই হয়ে যায় টাকা পাঠানোর কাজ। তবে কিছু ক্ষেত্রে ব্যাঙ্কে যেতে হয়। তাই আগামী মাসে ব্যাঙ্কে যাওয়ার আগে ছুটির তালিকা দেখে নিন। না হলে ব্যাঙ্কে গিয়েও খালি হাতে ফিরে আসতে হবে আপনাকে।


আরও পড়ুন : 2000 Rupees Note: ৩০ সেপ্টেম্বরের পরেও বৈধ ২০০০-এর নোট, নাগরিকদের জন্য নতুন বার্তা রিজার্ভ ব্যাঙ্কের