RBI governor Shaktikanta Das: ২০০০-এর নোট বন্ধ হওয়ার পরই দেশজুড়ে শুরু হয়েছে 'নোটবন্দির আতঙ্ক'। জনগণের এই আশঙ্কা বিলক্ষণ উপলব্ধি করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। যে কারণে আগ বাড়িয়ে এখনই ব্যাঙ্কে ভিড় না করার পরামর্স দিলেন খেদা রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর। দেশবাসীর উদ্দেশ্যে কী বললেন শক্তিকান্ত দাস ?
2000 Rupees Note: কী বললেন শক্তিকান্ত দাস ?
এদিন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর বলেন, ''এখনই ব্যাঙ্কে গিয়ে ভিড় করার প্রযোজন নেই। ৩০ সেপ্টেম্বরের পরও ২০০০টাকার নোট দেশে বৈধে থাকবে। আমরা কেবল দেশবাসী বিষয়টা যাতে গুরুত্ব সহকারে নেয় সেই কারণে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছি। আপনাদের হাতে এখনও চার মাস সময় রয়েছে।''
এই বলেই অবশ্য থেমে থাকেননি শক্তিকান্ত দাস। RBI গভর্নর জানান, নোটবন্দির সময় নিষিদ্ধ টাকার খালি জায়গা পূরণ করার জন্য়ই প্রাথমিকভাবে ২০০০ টাকার নোট আনা হয়েছিল। আগামীকাল থেকে ব্যাঙ্কগুলিকে ২০০০ টাকার নোট বিনিময়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থার পরামর্শ দেওয়া হয়েছে। যাতে কারেন্সি নোটের পর্যাপ্ত স্টক পাওয়া যায় সেই ব্যবস্থাই করা হচ্ছে। আমাদের কাছে প্রয়োজনীয় নোটের চেয়ে বেশি ইতিমধ্যেই মুদ্রিত রয়েছে।
RBI On 2000 Rupees Note: ২০০০ টাকার নোট নিয়ে চিন্তা বাড়ছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিজ্ঞপ্তি অনুসারে,আর এই নোট ছাপবে না RBI। সেই কারণে ব্যাঙ্কগুলিকে এই নোট সরবরাহ থেকে আগেই বিরত থাকতে বলেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। RBI-এর ঘোষণা অনুযায়ী, ২৩ মে থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই নোট বদলে নিতে হবে। যদি কেউ এই নির্দিষ্ট দিনের মধ্যে টাকা বদলাতে না পারেন, তাহলে কী হবে ?
RBI জানিয়েছে, ২০০০ টাকার নোট আইনি টেন্ডার থাকবে। যার অর্থ বর্তমানে, ২০০০ টাকার নোট দিয়ে পণ্য ও পরিষেবা কেনা যাবে। এ ছাড়া যেকোনও লেনদেন করা যাবে। তবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে আপনি ২০০০ টাকার নোট জমা দিতে না পারলে কী হবে, তা বিজ্ঞপ্তিতে বলা হয়নি। আজ যা নিয়ে খোলসা করলেন গভর্নর।
৩০ সেপ্টেম্বরের পরও নোট বদলানোর সুবিধা!
আরবিআই চাইলে ৩০ সেপ্টেম্বরের পরেও ২০০০ টাকার নোট বিনিময়ের সুবিধা চালু রাখতে পারে। আরবিআই ২০০৫-এর আগের নোটগুলির জন্য ২০১৩-১৪ সালে এই সুবিধা দিয়েছিল। ৩০ সেপ্টেম্বরের পরেও, RBI তার অফিসে ২০০০ টাকার নোট ফেরত দেওয়ার সুবিধা দিতে পারে।
আরও পড়ুন : 2000 Rupees Note: জাল ২০০০ টাকার নোট নিয়ে ব্যাঙ্কে যাচ্ছেন না তো ? এভাবে চিনুন আসল-নকল