Aadhaar for Child: সন্তানের জন্য আধার প্রয়োজন? Blue Aadhaar পাবেন কীভাবে?

Blue Aadhaar Card: ৫ বছরের নীচের নীচের শিশুদের জন্য এই আধার কার্ড ব্যবহার করা হয়।

Continues below advertisement

কলকাতা: সরকারি পরিচয়পত্রগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল আধার। একাধিক সরকারি পরিষেবা পেতে গেলে আধার তথ্য প্রয়োজন হয়। সরকারি যে কোনও সুযোগ-সুবিধার জন্যও প্রয়োজন হয় আধার কার্ডের। বিভিন্ন ক্ষেত্রেই পরিচয়পত্রের জন্য আধারের (Aadhaar Card) প্রয়োজন হয়। আধার তথ্য়ে কোনও ব্যক্তির নাম, বায়োমেট্রিক, জন্ম তারিখ সব তথ্য়ই একটি ইউনিক ১২ সংখ্যার আইডির (UIDAI) সঙ্গে যুক্ত থাকে। 

Continues below advertisement

এসবই প্রাপ্তবয়স্কদের আধারে থাকে। এর সঙ্গেই সরকারের তরফে রয়েছে আরও একটি নতুন ধরনের আধার কার্ড। সেটির নাম Blue Aadhaar card,  এটি শিশুদের জন্য। এটিকে 'বাল আধার' (Bal Aadhaar Card) কার্ডও বলা হয়ে থাকে।                         

৫ বছরের নীচের নীচের শিশুদের জন্য এই আধার কার্ড ব্যবহার করা হয়। তাদের Blue Aadhaar-এ যে unique identification number (UID) তৈরি হয়, সেটি তার বাবা-মায়ের আধারের ডেমোগ্রাফিক তথ্য ও মুখের ছবির উপর ভিত্তি করে তৈরি হয়। ওই আধারে বায়োমেট্রিক তথ্য থাকে না। পাঁচ বছর পূর্ণ হয়ে গেলে হাতের দশ আঙুলের ছাপ, চোখের মণির ছবি এবং মুখের ছবি অর্থাৎ গোটা বায়োমেট্রিক তথ্য দিয়ে ওই আধার আপডেট করতে হয়।                 

২০১৮ সালে এটি প্রথমবারের মতো নিয়ে আসা হয় এটি। সাধারণ আধার কার্ড সাদা রঙের হয়। আর পাঁচ বছরের নীচের শিশুদের জন্য তৈরি হয় নীল রঙের এই আধার কার্ড।                

কী কী তথ্য লাগে?
পাঁচ বছর বয়সের নীচের শিশুর জন্য তার বাবা-মায়েরা এই ধরনের আধার কার্ডের আবেদন করতে পারবেন। Blue Aadhaar -এর জন্য জন্মের শংসাপত্র, হাসপাতালের ডিসচার্জ স্লিপ প্রয়োজন হয়। এছাড়াও, বাচ্চার স্কুলের আইডি-ও এই আধার নেওয়ার জন্য ব্যবহার করা যায়।   

কীভাবে আবেদন করবেন?

UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান - uidai.gov.in 
আপনার তালিকাভুক্তি ফর্মে বিস্তারিত পূরণ করুন।
নিবন্ধনের জন্য অ্যাপয়েন্টমেন্ট বিকল্পটি নির্বাচন করুন।
নিকটতম তালিকাভুক্তি কেন্দ্র খুঁজুন এবং সেখানে একটি অ্যাপয়েন্টমেন্ট করুন।
বাবা-মায়ের আধার, সন্তানের জন্ম শংসাপত্র, একটি রেফারেন্স নম্বর ইত্যাদি আধার কেন্দ্রে নিয়ে আসুন।
সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরে, স্ট্যাটাস ট্র্যাক করতে একটি অ্যাকনলেজমেন্ট নম্বর পাবেন 

আরও পড়ুন: আড়াই টাকার স্টক করেছে কোটিপতি , জানেন এই মাল্টিব্যাগারের নাম ?

Continues below advertisement
Sponsored Links by Taboola