কলকাতা: সরকারি প্রকল্পের সুবিধা পেতে কিংবা পরিচয় পত্র হিসেবে ব্যবহার হল আধার। ডেমোগ্রাফিক এবং বায়োমেট্রিক এই দুই ধরনের তথ্যই থাকে আধার কার্ডে। সাধারণ আধার কার্ড আমরা সবাই চিনি। এটা ছাড়াও রয়েছে আরও এক ধরনের আধার কার্ড। সেটি Blue বা Baal Aadhaar Card. পাঁচ বছরের নীচের শিশুদের জন্য় এই ধরনের আধার কার্ড (Aadhaar Card Application) তৈরি করা হয়। ২০১৮ সালে প্রথম আনা হয় এই আধার কার্ড।  Baal Aadhaar Card-এ কোনওরকম বায়োমেট্রিক তথ্য প্রয়োজন হয় না। অর্থার হাতের আঙুলের ছাপ (Fingerprint) বা চোখের মণির (Iris Scan) ছবির প্রয়োজন হয় না।
  
কেন এর নাম Blue Aadhaar Card?
সাধারণ আধার কার্ড সাদা রঙের হয়। পাঁচ বছরের নীচের শিশুদের আধার কার্ড নীল রঙের হয়। তাই এমন নাম। (How to Apply Blur Aadhaar Card)


এই ধরনের আধার কার্ডে ১২ সংখ্যার unique identification number থাকে। তার সঙ্গে অভিভাবকের নাম, ঠিকানা এবং বাকি তথ্য থাকে। পাঁচ বছরের নীচের শিশুদের UID-তে ছবি থাকে এবং বাবা কিংবা মায়ের বা অভিভাবকের UID-এর সঙ্গে লিঙ্ক করা থাকে।  


UIDAI কর্তৃপক্ষই এই আধার কার্ড দিয়ে থাকে। সরকারি প্রকল্পের সুবিধা পেতে অথবা স্কুলে ভর্তি করতে এই ধরনের আধার কার্ড প্রয়োজন হয়। 



কীভাবে সন্তানের জন্য় Blue Aadhaar Card-এর আবেদন করবেন? (Application for Baal Adhaar Card)


কাছাকাছি কোনও আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে পারেন (https://uidai.gov.in) -এই ওয়েবসাইট থেকে সেই তালিকা পাওয়া যেতে পারে।


আধার কেন্দ্রে যাওয়ার সময় সন্তানের জন্মের শংসাপত্র (Birth Certificate) নিয়ে যেতে হবে। সঙ্গে টিকাকরণের কার্ড রাখলেও হবে।


বাবা-মা অথবা যিনি অভিভাবক তাঁর পরিচয়পত্র এবং ঠিকানার শংসাপত্র (আধার কার্ড বা রেশন কার্ড বা ভোটার কার্ড) রাখতে হবে।  


ওই শিশুর একটি ছবি রাখতে হবে


আধার কেন্দ্রে নিয়ে একটি ফর্ম ভরতে হবে। ওই ফর্মটি UIDAI-এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট বের করে বাড়ি থেকে ভরে নিয়ে যাওয়া যায়।


আধার কেন্দ্রে শিশুর ছবি তোলা হবে।


এবার যাবতীয় নথির সঙ্গে ওই ফর্ম জমা দিতে হবে আধার কেন্দ্রের নির্দিষ্ট কাউন্টারে। এরপর একটি স্লিপ দেওয়া হবে সেখান থেকে। সেই স্লিপে শিশুর নথিভুক্তিকরণের আইডি (Aadhaar Enrollment ID) থাকবে, যা দিয়ে হাতে না পাওয়া পর্যন্ত আধার কার্ডের আবেদনের তথ্যের পরিস্থিতি অনলাইনে দেখা যাবে (Aadhar Card for Child)।


পাঁচ বছরের নীচের শিশুদের জন্য এই আধার কার্ড তৈরি করতে কোনও খরচ লাগে না। পাঁচ বছর পূর্ণ হয়ে গেলেই প্রয়োজনীয় বায়োমেট্রিক আপডেট করতে হবে আধার কেন্দ্রে গিয়ে (Children Aadhaar Card)।


অনলাইনেই পাঁচ বছরের নীচের শিশুর জন্য আধার কার্ডের আবেদন করা যায়:


https://uidai.gov.in -UIDAI এর এই ওয়েবসাইটে যেতে হবে।


এখানে My Aadhaar সেকশনে নিয়ে Book an Appoinment- এ গিয়ে ক্লিক করতে হবে


এবার New Aadhaar- সিলেক্ট করে মোবাইল নম্বর ও ক্যাপচা দিতে হবে


এবার ০-৫ বছর বয়সীদের জন্য অপশন ক্লিক করতে হবে।


এবার যাবতীয় তথ্য দিয়ে কাছাকাছি কোনও আধার কেন্দ্রে সময়মতো বুকিং স্লট নিতে হবে।


আরও পড়ুন: ১০০ অভিযোগ, শাহজাহানের ভাই সিরাজুদ্দিনের বিরুদ্ধে FIR পুলিশের