BSNL Plan: বিএসএনএল লঞ্চ করেছে তাদের নতুন সিলভার জুবিলি প্ল্যান। ইউজাররা পাবেন অনেক সুযোগ, সুবিধা। প্রিপেড কাস্টোমারদের জন্য থাকবে পরিষেবা। সীমিত সময়ের জন্য চালু হয়েছে এই প্রিপেড রিচার্জ প্ল্যান। গ্রাহকরা বিএসএনএল- এর এই প্ল্যানের সাহায্যে ২.৫ জিবি মোবাইল ডেটা পাবেন প্রতিদিন। এছাড়াও থাকছে আনলিমিটেড কল, এসএমএস পরিষেবা খুবই কম খরচে।                         

Continues below advertisement

বিএসএনএল- এর সিলভার জুবিলি প্ল্যানের খরচ ও সুবিধা                       

বিএসএনএল- এর এই জুবিলি প্ল্যানের খরচ ২২৫ টাকা। এই প্ল্যানের মেয়াদ ৩০ দিন। এই সময়ের মধ্যে গ্রাহকরা রোজ ২.৫ জিবি ৪জি ডেটা পাবেন। এর সঙ্গে পাবেন আনলিমিটেড লোকাল এবং এসটিডি ভয়েস কলের সুবিধা। এছাড়াও রোজ ১০০ এসএমএস করার সুবিধা থাকছে এই প্ল্যানে। ডেটার পরিমাণ শেষ হয়ে গেলে স্পিড কমে যাবে ৪০ কেবিপিএস- এ। অর্থাৎ ২.৫ জিবি ডেটা শেষ হয়ে গেলে, ধীর গতিতে চলবে ইন্টারনেট। 

Continues below advertisement

BSNL-এর গ্রাহকদের জন্য সুখবর। 4পরিষেবা চালু করার পরপরই, কোম্পানি 5সংযোগের কাজ শুরু করেছে। রিপোর্ট বলছে, BSNL গ্রাহকরা বছরের শেষ নাগাদ 5পরিষেবা পেতে শুরু করবেন। কোম্পানি বেশ কয়েকটি শহরে পরীক্ষামূলক পরিষেবাও শুরু করেছে। রাষ্ট্রায়ত্ত সংস্থাটি সারা দেশে 100,000 4টাওয়ার স্থাপন করেছে ও এখন আরও 100,000 স্থাপনের কথা বিবেচনা করছে।

বেসরকারি টেলিকম কোম্পানির পাশাপাশি এবার গ্রাহকদের জন্য এই সুবিধা নিয়ে এল সরকারি কোম্পানি BSNL। এখন কোম্পানির গ্রাহকরা মোবাইল নেটওয়ার্ক ছাড়াই ভয়েস কল করতে পারবেন। BSNL তাদের নতুন VoWiFi (Voice over Wi-Fi) পরিষেবা চালু করেছে। যার মাধ্যমে ব্যবহারকারীরা মোবাইল নেটওয়ার্কের পরিবর্তে ওয়াই-ফাই সংযোগের মাধ্যমে কল করতে পারবেন আপনি। এই পদক্ষেপের মাধ্যমে, BSNL এখন Jio, Airtel এবং Vodafone-Idea এর মতো বেসরকারি কোম্পানিগুলির সমকক্ষ হয়ে উঠেছে। এই কোম্পানিগুলি ইতিমধ্যেই গ্রাহকদের এই সুবিধা দিয়ে থাকে।                                       

BSNL সম্প্রতি দেশজুড়ে 100,000 টিরও বেশি মোবাইল টাওয়ার স্থাপন করে তার 4পরিষেবা সম্প্রসারণ করেছে। কোম্পানি আগামী দিনে প্রায় 97,500 টি আরও টাওয়ার স্থাপনের পরিকল্পনা করেছে। এদিকে, BSNL-এর 25 তম বার্ষিকী উপলক্ষে এই VoWiFi পরিষেবা চালুকে আরও একটি বড় মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। বর্তমানে, এই পরিষেবাটি দক্ষিণ ও পশ্চিম সার্কেলে চালু করা হয়েছে। তবে শীঘ্রই এটি দেশব্যাপী পাওয়া যাবে। এছাড়াও, BSNL সম্প্রতি মুম্বাইতে 4এবং eSIM পরিষেবা চালু করেছে, যা আগে তামিলনাড়ুতে চালু করা হয়েছিল।