Budget 2022 On NPS: মধ্যবিত্তের আয়কর-এ কোনও পরিবর্তন না হলেও সরকারি কর্মচারীদের জন্য সুখবর শোনাল সরকার। মঙ্গলবার সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করে ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS) স্কিমে কর ছাড়ের সুযোগ বাড়িয়েছেন অর্থমন্ত্রী। জেনে নিন, এতে আপনার আর্থিক সঞ্চয়ে কী প্রভাব পড়বে। 


Budget 2022 On NPS: এদিন অর্থমন্ত্রী বলেন, ''NPS-এ কেন্দ্র ও রাজ্যের অবদান এখন 10%-এর পরিবর্তে 14% হবে।'' NPS PFRDA আইন, 2013 অনুযায়ী 'পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি' (PFRDA) দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। সেই ক্ষেত্রে NPS Tier-I-এর নিয়োগকর্তার অবদান আয়কর আইনের ধারা 80CCD(2) এর অধীনে কর ছাড়ের জন্য বিবেচিত হবে (কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বেতনের 14% ও অন্যদের জন্য 10%)। এই কর ছাড়ের সুবিধা ধারা 80C এর অধীনে নির্ধারিত সীমার ওপরে রয়েছে তাদের জন্যই প্রযোজ্য হবে।


Budget 2022:  বাজেটের 2022-এর প্রস্তাব অনুসারে, নিয়োগকর্তার অবদান কেন্দ্রীয় সরকারী কর্মচারী ও রাজ্য সরকারী কর্মচারী উভয়ের বেতনের 14 শতাংশ হবে। এর মাধ্যমে তাদের মধ্যে সমতা বজায় থাকবে।এর আগে 2019-সালের  31 জানুয়ারি NPS নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি হয়। সেই বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় সরকার NPS গ্রাহকদের জন্য নিয়োগকর্তার অবদানের অংশ 10% থেকে বাড়িয়ে 14% করে। পরবর্তীকালে 14% নিয়োগকর্তার অবদানের নিয়ম এখন Central Autonomous Bodies (CABs) কর্মীদের জন্যও লাগু হয়েছে।


Union Budget 2022: মঙ্গলবার বাজেট ভাষণে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, '' যেকোনও ভার্চুয়াল ডিজিটাল সম্পদের স্থানান্তর থেকে আয়ে 30% হারে কর দিতে হবে।তবে অধিগ্রহণের খরচ ছাড়া এই জাতীয় আয় গণনা করার সময় কোনও ব্যয়ের জন্য টাকা কাটা হবে না।''এদিন টেলিকম ক্ষেত্রেও বড় ঘোষণা করেন অর্থমন্ত্রী (Finance Minister Nirmala Sitharaman) । তিনি জানান, চলতি অর্থবর্ষের মধ্যে ৫ জি মোবাইল পরিষেবা (5G mobile services) চালু হয়ে যাবে দেশে। পাশাপাশি  গ্রামাঞ্চলে ব্রড ব্যান্ড পরিষেবায় জোর দিচ্ছে সরকার। ২০২৫-এর মধ্যে সব গ্রামে অপটিক্যাল ফাইবার পাতা হবে। দেখে নিন আরও কী কী ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।