LPG commercial cylinder price : বাজেট ভাষণের দিনেই একধাপে ৯১ .৫০ টাকা কমল ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম। আজ থেকে দিল্লিতে এই বাণিজ্যিক ব্যবহারের সিলিন্ডারগুলির দাম হবে ১৯০৭ টাকা। এরফলে উপকৃত হবেন রেস্তোরাঁ মালিক, চায়ের দোকান ছাড়াও খাবারের দোকানগুলি। বেশিরভাগ ক্ষেত্রেই এরাই ১৯ কেজির রান্নার গ্যাস ব্যবহার করে থাকেন।
তবে এই প্রথম নয়। বছরের শুরুতেই ১৯ কেজি রান্নার গ্যাসের দাম কমানো হয়েছিল। জানুয়ারিতে এই গ্যাসের সিলিন্ডারের দাম কমেছিল ১০২ টাকা ৫০ পয়সা। সেই সময় সিলিন্ডারের দাম দাঁড়িয়েছিল ১৯৯৮টাকা ৫০ পয়সা। এবার সেই দাম আরও কমানো হল। যদিও ১৪.২ কেজি , ৫ কেজি বা ১০ কেজির কম্পোজিট সিলিন্ডারের দাম কমানো হয়নি। প্রতি মাসেই নিয়ম অনুসারে রান্রার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ানো বা কমানো হয়। বাজারের পরিস্থিতি অনুযায়ী ওঠানামা করে এই দাম। এবারও সেই কারণে মাসের শুরুতেই দাম নির্ধারণ করা হল এলপিজি সিলিন্ডারের।