Continues below advertisement

How To Buy Car : ডিসেম্বর শেষের আগে গাড়ি কিনলে পাবেন বেশকিছু ছাড়। তাই আগামী কিছুদিনের মধ্যে গাড়ি কিনতে (Car Buying Tips)  চাইলে জেনে নিতে হবে গাড়ি(Auto) ঋণের বিষয়টা। জেনে নিন, কোন ব্যাঙ্ক গাড়ির ঋণে (Car Loan Tips) সবথেকে কম সুদে লোন দিচ্ছে। 

কম সুদের হারে গাড়ির ঋণআজকাল গাড়ি শুধু বিলাসিতার বিষয় নয়, বরং অনেকের কাছেই এটি একটি অত্যাবশ্যকীয় প্রয়োজন। অনেকেই এখনও নিজের একটি গাড়ির মালিক হওয়ার স্বপ্ন দেখেন। তবে, ক্রমবর্ধমান দামের কারণে সবার পক্ষে গাড়ি কেনা সহজ নয়। গাড়ির দাম লাখ লাখ টাকা।

Continues below advertisement

গাড়ির ঋণ কীভাবে নেবেনআয়ত্তের মধ্য়ে না থাকলে সব ক্রেতাই ঋণ নিয়ে গাড়ি কেনেন। এই কারণেই বেশিরভাগ মানুষ গাড়ি কেনার জন্য ব্যাঙ্ক থেকে গাড়ি ঋণ নেন। আপনি যদি গাড়ি কেনার পরিকল্পনা করেন, তবে ঋণ নেওয়ার আগে বিভিন্ন ব্যাঙ্কের সুদের হারের তুলনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক ব্যাঙ্ক বেছে নিলে আপনার ইএমআই ও মোট খরচ দুটোই কমানো সম্ভব। আসুন দেশের কয়েকটি শীর্ষস্থানীয় ব্যাঙ্কের গাড়ি ঋণের সুদের হার সম্পর্কে জেনে নিই। যাতে আপনি একটি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন...

এসবিআই গাড়ি ঋণের সুদের হারদেশের বৃহত্তম সরকারি খাতের ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই), তার গ্রাহকদের ৮.৭০ শতাংশ সুদের হারে গাড়ি ঋণ অফার করে। ব্যাঙ্ক আপনার ক্রেডিট স্কোর এবং ঋণের পরিমাণের উপর ভিত্তি করে সুদের হার অ্যাডজাস্ট করতে পারে। আপনার যদি একটি ভালো সিআইবিআইএল স্কোর থাকে, তবে ব্যাঙ্ক আপনাকে সাশ্রয়ী মূল্যে গাড়ি ঋণ দিতে পারে।

বিওবি গাড়ি ঋণের সুদের হারব্যাঙ্ক অফ বরোদা তার গ্রাহকদের ৮.১৫ শতাংশ থেকে শুরু করে সুদের হারে গাড়ি ঋণ অফার করে।

আইসিআইসিআই ব্যাঙ্ক গাড়ি ঋণের সুদের হারবেসরকারি খাতের অন্যতম বৃহৎ ব্যাঙ্ক আইসিআইসিআই তার গ্রাহকদের ৮.৫% থেকে শুরু করে সুদের হারে গাড়ি ঋণ অফার করে। ব্যাঙ্কের সুদের হার ঋণের পরিমাণ, আপনার সিআইবিআইএল স্কোর ও অন্যান্য কারণের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।

এইচডিএফসি ব্যাঙ্ক গাড়ি ঋণের সুদের হারএইচডিএফসি ব্যাঙ্ক গাড়ি ঋণের সুদের হারের ক্ষেত্রে গ্রাহকদের ৮.৫৫ শতাংশ থেকে শুরু করে সুদের হারে গাড়ি ঋণ অফার করে। এইচডিএফসি ব্যাংকের সুদের হারও গ্রাহকের যোগ্যতার উপর নির্ভর করে পরিবর্তন সাপেক্ষ।

কানাড়া ব্যাঙ্কে গাড়ি ঋণের সুদের হারকানাড়া ব্যাঙ্ক তার গ্রাহকদের ৭.৭০ শতাংশ থেকে শুরু করে সুদের হারে গাড়ি ঋণ অফার করে। কানাড়া ব্যাঙ্কও ঋণের পরিমাণ ও গ্রাহকের ক্রেডিট স্কোরের উপর ভিত্তি করে সুদের হার সামঞ্জস্য করে।