Pakistani Hacker: ভারতের ১৫ লক্ষেরও বেশি ওয়েবসাইটে সাইবার হানার চেষ্টা করেছিল পাকিস্তানি হ্যাকাররা। সম্প্রতি মহারাষ্ট্র সাইবার বিভাগের পক্ষ থেকে এমন সাতটি অ্যাডভান্সড পার্সিসট্যান্ট থ্রেট (এপিটি) শনাক্ত করা হয়েছে এই সাইবার হানার পিছনে। পহেলগাঁওতে জঙ্গি হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে ব্যাপক হারে। এই ১৫ লক্ষ ওয়েবসাইটের মধ্যে মাত্র ১৫০টি ওয়েবসাইটেই সাইবার হানায় সফল হয়েছে পাকিস্তানিরা। এমনটাই জানা যাচ্ছে পিটিআই সংবাদমাধ্যমে। অর্থাৎ এই হানায় ৯৯.৯৯ শতাংশ ব্যর্থতার হার রয়েছে।
সন্ত্রাসবাদীদের দমনের লক্ষ্যে ভারতীয় সেনাবাহিনী 'রোড অফ সিন্দুর' নামে আরেকটি গুপ্ত অভিযান চালিয়েছিল। আর সেই অভিযানের রিপোর্টের নামও দেওয়া হয়েছে 'রোড অফ সিন্দুর'। আর এই রিপোর্টেই নোডাল সাইবার এজেন্সি জানিয়েছে যে পাকিস্তানের সঙ্গে যুক্ত বেশ কিছু হ্যাকিং গ্রুপ সাইবার যুদ্ধ চালাচ্ছে ভারতের বিরুদ্ধে। এই রিপোর্ট সমস্ত ল এনফোর্সমেন্ট এজেন্সির কাছে পাঠানো হয়েছে, ডিরেক্টর জেনারেল অফ পুলিশ এবং স্টেট ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের কাছে পাঠানো হয়েছে। এই রিপোর্ট অনুযায়ী এই ধরনের সাইবার হানা দেখা দিয়েছিল বাংলাদেশ, পাকিস্তান, মধ্য-প্রাচ্য, এবং ইন্দোনেশিয়ার বেশ কিছু গ্রুপের মাধ্যমে। মহারাষ্ট্র সাইবার সেলের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেনারেল অফ পুলিশ যশস্বী যাদব জানিয়েছেন এই তথ্য।
যুদ্ধবিরতি হলেও এই সাইবার হ্যাকারদের বিরতি নেই
যুদ্ধ পরিস্থিতি থামানোর সিদ্ধান্তে এসে উপনীত হয়েছে ভারত ও পাকিস্তান। কিন্তু এই যুদ্ধবিরতি হলেও ভারতীয় ওয়েবসাইটগুলিতে পড়শি দেশ থেকে একের পর এক সাইবার হানা চলছে। বাংলাদেশ ও মধ্যপ্রাচ্য থেকে হানা দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। তদন্তে দেখা গিয়েছে যে ভারতের সরকারি ওয়েবসাইটে এই সাইবার হানা কমে গিয়েছিল ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতির পরে, কিন্তু তবু পাকিস্তান, বাংলাদেশ, মরক্কো, ইন্দোনেশিয়া, মধ্যপ্রাচ্যের শহরগুলি থেকে ক্রমাগত এই সাইবার হানার চেষ্টা চালানো হচ্ছে।
ভারতের বড় বড় বিমানবন্দর, নির্বাচন কমিশনের ওয়েবসাইট ক্র্যাশ করিয়ে দেওয়ার চেষ্টা করছে পাকিস্তানি হ্যাকাররা এমন তথ্য প্রকাশ্যে ছড়িয়ে পড়লেও মহারাষ্ট্র সাইবার সেলের এক প্রবীণ আধিকারিক এই তথ্যকে নাকচ করে জানিয়েছেন যে বিমান, মিউনিসিপ্যাল সিস্টেম, ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়েবসাইট এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এমন কোনও সাইবার হানা হয়নি।
এমন ৭টি পাকিস্তানি হ্যাকার গ্রুপকে শনাক্ত করেছে সাইবার বিভাগ। এপিটি ৩৬, পাকিস্তান সাইবার ফোর্স, টিম ইনসেন পিকে, মিস্টিরিয়াস বাংলাদেশ, ইন্দো হ্যাকস সেক, সাইবার গ্রুপ হোয়াক্স ১৩৩৭ এবং পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রিউ। যে ১৫০টি ওয়েবসাইটে সফলভাবে হামলা চালিয়েছে হ্যাকাররা তাদের মধ্যে রয়েছে কুলগাঁও বদলাপুর মিউনিসিপ্যাল কাউন্সিলের ওয়েবসাইট, এমনকী জানা যাচ্ছে ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়েবসাইট থেকেও তথ্য চুরি করেছে পাকিস্তানিরা। জানা গিয়েছে জলন্ধরের ডিফেন্স নার্সিং কলেজের ওয়েবসাইটও ক্র্যাশ করে গিয়েছে এই সাইবার হানায়।