GST Returns Last Date: সাময়িক স্বস্তি পেলেন ব্যবসায়ীরা। Goods and services tax (GST) জমার সময়সীমা বাড়াল সরকার। সম্প্রতি নতুন সময়সীমার বিষয়ে ট্যুইট করেছে Central Board of Indirect Taxes and Customs (CBIC)।



Goods and services tax (GST): ৩১ ডিসেম্বর পণ্য পরিষেবা কর জমার শেষ তারিখ থাকলেও তা বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার। এই বিষয়ে ট্যুইট করেছে সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস(CBIC)। যেখানে বলা হয়েছে, ২০২০-২১ সালের এই পণ্য পরিষেবা কর জমার জন্য আরও ২ মাস সময় পাবেন ব্যবসায়ীরা। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে হবে এই ট্যাক্স।GSTR 9 হল একটি বার্ষিক রিটার্ন যা GST-এর অধীনে নিবন্ধিত করদাতাদের বছর বছর দাখিল করতে হয়।


GST Returns Extended: নির্দিষ্ট ব্যবসায়ীদের ক্ষেত্রে এই বার্ষিক রিটার্ন জমা করা বাধ্যতামূলক। যাদের ব্যবসার বার্ষিক  লেনদেন ২ কোটি টাকার ওপরে তাদের এই রিটার্ন দাখিল করতে হয়। পাশাপাশি যাদের মোট টার্নওভার ৫ কোটি টাকার ওপরে তাদের জন্যও রয়েছে বিশেষ নিয়ম। 


এদিকে, শুক্রবারই ৪৬তম পণ্য ও পরিষেবা কর (GST) কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে আসন্ন-বাজেটের আগে এই বৈঠক হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। যেখানে নির্দিষ্ট পণ্যের করের হার নিয়ে আলোচনা হবে। সেইদিনই পণ্যের হার নিয়ে কাউন্সিলে প্রতিবেদন জমা দেবে গ্রুপ অফ মিনিস্টারসরা।


সম্প্রতি পোশাকের উপর বর্ধিত কর বসানো নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) নিশানা করেছেন বাংলার প্রাক্তন অর্থমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রধান আর্থিক উপদেষ্টা অমিত মিত্র (Amit Mitra)। পোশাকের উপর বর্ধিত পণ্য পরিষেবা কর (Goods and Service Taxes/GST) চাপানোর তীব্র প্রতিবাদ করেছেন তিনি। অমিতের দাবি, কেন্দ্রের এই সিদ্ধান্তে দেড় কোটি মানুষ কাজ হারাবেন।


UAN-AADHAAR Link: হাতে আর ২৪ ঘণ্টা, ৩১ ডিসেম্বরের মধ্যে এই কাজ না করলে বন্ধ হতে পারে টাকা