Airports India:  বিমানবন্দরে ঢোলার আগেই বিস্তর চেকিং হয়। সঙ্গের বোর্ডিং পাস, আইডেন্টিটি প্রুফ, ছবি ইত্যাদি চেক করে তারপর গেট দিয়ে ভিতরে ঢুকতে পারেন যাত্রীরা। কিন্তু এছাড়া আরও সহজে একটি বিশেষ পদ্ধতিতে যাত্রীদের আইডেন্টিটি যাচাই করা হয়, তা হল ডিজি যাত্রা। এই মাসের অর্থাৎ এপ্রিলের শেষ দিকেই 'ডিজি যাত্রা' পরিষেবা দেশের আরও ১৪টি বিমানবন্দরে চালু হতে চলেছে। কিছু কিছু রদবদলের সঙ্গে এই পরিষেবাটিকে (Digi Yatra) আরও ইউজার-ফ্রেন্ডলি করে তোলার চেষ্টা করা হয়েছে। সম্প্রতি এমনই একটি তথ্য জানিয়েছেন, ডিজি যাত্রা (Digi Yatra) ফাউন্ডেশনের সিইও সুরেশ খাদকভবি।


কী এই ডিজি যাত্রা পরিষেবা


ডিজি যাত্রা পরিষেবার মাধ্যমে যাত্রীর ভ্রমণের ও আইডেন্টিটির সমস্ত নথি একত্রে লিঙ্ক করা হয় এবং বিমানবন্দরে প্রবেশের আগে ফেসিয়াল রেকগনিশন পদ্ধতির মাধ্যমে যাচাইকরণ করা হয়। বিমানবন্দরের বিভিন্ন চেকপয়েন্টে যাত্রীদের ঢুকতে বা বেরোতে যাতে কোনও অসুবিধে না হয়, সেই জন্য এই পরিষেবার মাধ্যমে ফেসিয়াল রেকগনিশন টেকনোলজির সহায়তায় যাত্রীদের (Digi Yatra) পরিচিতি যাচাই করে নেওয়া হয়।


আরও কোথায় চালু হবে ডিজি যাত্রা


এখন সারা দেশে ১৪টি ডোমেস্টিক বিমানবন্দরে মোট ৫০ লাখের কাছাকাছি মানুষ এই ডিজি যাত্রা পরিষেবা ব্যবহার করে থাকেন। ইতিমধ্যে আন্তর্জাতিক যাত্রীদের জন্যেও যাতে এই পরিষেবা চালু করা যায় তা নিয়ে কথা চলছে সংস্থার তরফে। এরই মাঝে সংস্থার সিইও জানালেন, দেশের আরও ১৪টি বিমানবন্দরে এই পরিষেবা চালু হতে চলেছে। এর মধ্যে তালিকায় রয়েছে বাগডোগরা, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, কোয়েম্বাটোর, ডাবোলিম, ইন্দোর, ম্যাঙ্গালোর, পাটনা, রায়পুর, রাঁচি, শ্রীনগর, ত্রিবান্দ্রম, বিশাখাপত্তনম।


পরিষেবা কী সুবিধে দেয়


বিমানবন্দরে সিকিউরিটি ক্লিয়ারেন্সকে অনেক মসৃণ করে তুলেছে এই ডিজি যাত্রা (Digi Yatra)। নির্বিঘ্নে কোনও কাগজপত্র চেকিং ছাড়াই টার্মিনালের ই-গেটের ছাড়পত্র পাওয়া যায় এই পরিষেবার মাধ্যমে। এটি একটি ডিসেন্ট্রালাইজড মোবাইল-ভিত্তিক আইডি স্টোরেজ প্ল্যাটফর্ম। কোনও বিমানযাত্রীর বোর্ডিং পাসের সঙ্গে তাঁর আইডেন্টিটি প্রমাণপত্রের সঙ্গে মিলিয়ে যাত্রীর অস্তিত্ব যাচাই করে এই পরিষেবা। এর ফলে বিমানযাত্রীদের অপেক্ষার সময় অনেকটা কমে যায়। বোর্ডিং প্রক্রিয়া অনেক বেশি সহজ হয়।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: স্বাস্থ্যক্ষেত্রে নয়া উদ্যোগ BharatPe-এর সহ প্রতিষ্ঠাতা অশনীর গ্রোভারের