e-PAN Update: দেশের বর্তমান পরিস্থিতি বলছে, নাগরিকের পরিচয় জানতে আধার কার্ডের বিকল্প নেই। সরকারি পরিষেবা থেকে শুরু করে আয়কর জমার ক্ষেত্রেও লাগে আধারের পরিচয়। প্যানকার্ডের সঙ্গে কার্ডের নথির লিঙ্ক করা বাধ্যতামূলক হওয়ায় কর জমা দেওয়ার কাজে লাগে আধার কার্ড। সরকারি প্রকল্পের টাকা পেতেও আধার থাকাটা আবশ্যিক।


Aadhaar Benefits: আধার নম্বর অন্য কাজের পাশাপাশি প্যান কার্ডের আবেদনে ব্যবহার করা যেতে পারে। এটি আরেকটি গুরুত্বপূর্ণ নথি যা সাধারণত করদাতাদের প্রয়োজন হয়। আয়কর বিভাগ একটি ১০ সংখ্যার অনন্য আলফানিউমেরিক নম্বরযুক্ত কার্ড জারি করে। যাতে কর ফাঁকি রোধ করার জন্য একজন ব্যক্তির সব কর সংক্রান্ত তথ্যের রেকর্ড সেখানে সংরক্ষণ করা হয়। আয়কর দেওয়া ছাড়াও, ট্যাক্স রিফান্ড পাওয়ার জন্য একটি প্যান কার্ড অপরিহার্য। আধার কার্ড থাকলে প্যান কার্ড পাওয়ার চিন্তা অনেকটাই দূর হয়। আপনার যদি একটি 
আধার কার্ড থাকে ও প্রথম প্যান কার্ডের জন্য আবেদন করে থাকেন, তাহলে কীভাবে দ্রুত স্থায়ী অ্যাকাউন্ট নম্বর পেতে পারেন তা এখানে বলা হল।


e-PAN: আধার কার্ডের মাধ্যমে দ্রুত কীভাবে প্যান কার্ডের আবেদন করবেন ?
incometax.gov.in - এ লগ ইন করতে হবে।
একদম নিচে বাঁদিকে রয়েছে 'Our Services' বলে একটি বিকল্প।
ইনস্ট্যান্ট ই -প্যান-এ ক্লিক করতে হবে।
এরপর ক্লিক করতে হবে নিউ ই প্যান-এ।
নিজের আধার নম্বর দিতে হবে এখানে ।
নিয়মকানুন পড়ে নিয়ে 'অ্যাকসেপ্ট' বাটনে ক্লিক করতে হবে। 
আপনার মোবাইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। 
পাসওয়ার্ডটি নির্দিষ্ট জায়গায় দিতে হবে। 
সবটা ভালো করে দেখে নিয়ে ই মেল আইডি দিন। পরে 'কনফার্ম' করুন। 
ই-প্যান কার্ড চলে যাবে আপনার মেল আইডিতে।


এরপর মেল থেকে ই-প্যান ডাউনলোড করে নিতে পারবেন PDF আকারে। খুব কম সময়ের মধ্যে করতে পারবেন এই কাজ। এর জন্য 
কোনও খরচ লাগবে না। ই প্যান কার্ডের ব্যবহারও পুরোনো প্যান কার্ডের মতোই হবে। তবে, ই-প্যান ডাউনলোডের সময় খেয়াল রাখতে হবে 
আবেদনকারীর আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরের লিঙ্ক যেন করানো থাকে।


ই-প্যান ডাউনলোড করতে, প্রথমে প্রথম দুটি ধাপ সম্পূর্ণ করুন। 
তারপর 'চেক স্ট্যাটাস/ডাউনলোড প্যান' বিকল্পে ক্লিক করুন। এখানে আপনার আধার নম্বর ও ক্যাপচা কোড লিখে জমা দিয়ে আইকনে ক্লিক করুন। 
এবার ওটিপি এন্টার করে যাচাই করুন ও প্রক্রিয়া সম্পূর্ণ করুন। 
প্যান পাওয়ার পদ্ধতি সফল হলে ১০ মিনিটের মধ্যে একটি পিডিএফ ফাইল লিঙ্ক আসবে। 
এটি ডাউনলোড করুন ও পাসওয়ার্ড দিন। (DDMMYYYY ফরম্যাটে জন্ম তারিখ)দিতে হবে। 
পদ্ধতিটি সহজ হলেও আবেদনকারীকে মনে রাখতে হবে, আধার অবশ্যই রেজিস্টার্ড ফোন নম্বরের সঙ্গে লিঙ্ক থাকলেই ব্যক্তি এই সুবিধা পাবেন।