EMI To Be Costly: স্বস্তির দিন শেষ ! ফের বাড়ল গৃহঋণ (Home Loan), গাড়ির ঋণ (Car Loan)-সহ একাধিক লোনে সুদের হার। সম্প্রতি দেশের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিভিন্ন ঋণে সুদের হার বাড়াতেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সব মিলিয়ে মার্জিনাল কস্ট অফ লেন্ডিং রেট (MCLR) 10 বেসিস পয়েন্ট বাড়িয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ব্যাঙ্কের তরফ জানানো হয়েছে, 15 এপ্রিল 2022 থেকে এই নতুন রেট কার্যকর হয়েছে।


MCLR কত বেড়েছে ?


SBI ওয়েবসাইট বলছে, গত 15 এপ্রিল থেকে এই নতুন রেট কার্যকর হওয়ার ফলে ব্যাঙ্ক রাতারাতি এক মাস ও তিন মাসের ACLR 6.65 শতাংশ থেকে বাড়িয়ে 6.75 শতাংশ করেছে। ৬ মাসের MCLR হার ৬.৯৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭.০৫ শতাংশ করেছে ব্যাঙ্ক। পাশাপাশি এক বছরের এমএলসিআর 7 শতাংশ থেকে 7.10 শতাংশ ও দুই বছরের 7.20 শতাংশ থেকে 7.30 শতাংশ রেট ধরেছে SBI। পাশাপাশি তিন বছরের এমসিএলআর 7.30 শতাংশ থেকে 7.40 শতাংশ করা হয়েছে।


MCLR কী ?


তহবিলের মার্জিনাল কস্ট MCLR নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রেপো রেটের যেকোনও পরিবর্তনের ফলে ফান্ডের প্রান্তিক খরচে পরিবর্তন হয়। যখন হোম লোন গ্রাহকদের লোনের সুদের হার পর্যালোচনা করার সময় আসে, এমসিএলআর বৃদ্ধির কারণে তাদের ইএমআইগুলি স্বাভাবিকভাবেই এই কারণে আরও ব্যয়বহুল হয়ে ওঠে।


8 এপ্রিল ঋণ নীতি পর্যালোচনা করার সময় RBI রেপো রেটের হারে কোনও পরিবর্তন করেনি। কিন্তু ব্যাঙ্কগুলির সিদ্ধান্তে ঋণ আরও ব্যয়বহুল হয়েছে। SBI, Bank Of Baroda-ও গত সপ্তাহে MCLR 5 বেসিস পয়েন্ট বৃদ্ধির ঘোষণা করেছে। যার ফলে আরও বাড়বে সুদের হার। ফলে ঋণ নিলে মাসিক কিস্তি আরও বেশি পড়বে।


আরও পড়ুন : Banking Hours Update: আজ থেকে ব্যাঙ্ক খোলার সময়ে বদল, গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা RBI-এর