EPF News Update: ৩১ ডিসেম্বর পেরিয়ে গেলেও অনেকেই করেননি এই কাজ। কর্মচারী ভবিষ্য তহবিলের (Employees Provident Fund)-এর সেই সদস্যদের আরও একবার সুযোগ দিচ্ছে সরকার। অবিলম্বে EPFঅ্যাকাউন্টের সঙ্গে জুড়তে হবে নমিনির নাম। অন্যথায় এই  ই-মনোনয়ন না করলে EPF-এর পাসবুক দেখতে পারবেন না আপনি। বর্তমানে EPF পাসবুক দেখার জন্য ই-মনোনয়ন বাধ্যতামূলক করেছে সরকার।


PF অ্যাকাউন্ট হোল্ডাররা যারা এখনও ই-মনোনয়ন করেননি তারা মেম্বার পাসবুক পোর্টালে লগইন করার পরেও তাদের PF পাসবুক দেখতে পারবেন না। কারণ EPF পাসবুক দেখার জন্য ই-মনোনয়ন বাধ্যতামূলক করা হয়েছে। আগের অ্যাকাউন্ট হোল্ডাররা ই-মনোনয়ন ছাড়াই তাদের পাসবুক দেখতে পারতেন।


ই-মনোনয়ন বাধ্যতামূলক : এমনিতে ব্যাঙ্ক থেকে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগের ক্ষেত্রে ই-নোমিনেশন খুবই গুরুত্বপূর্ণ। কোনও কারণে অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুর 
পর এই নমিনেশনের দৌলতে সেই ব্যক্তির কাছে টাকা পৌঁছে যায়। এবার সেই নিয়মই বাধ্যতামূলক করা হয়েছে EPF অ্যাকাউন্ট হোল্ডারদের ক্ষেত্রে।


EPFO (Employees' Provident Fund Organization) তার সদস্য কর্মীদের ই-মনোনয়নের সুবিধা দিয়েছে। ইপিএফ অ্যাকাউন্ট হোল্ডাররা ঘরে বসেই নমিনিকে ডিজিটালি যুক্ত করতে পারেন। ই-নোমিনেশনের সুবিধা কেবল সেই সদস্যরা নিতে পারেন যাদের UAN মোবাইল নম্বর ও আধারের সঙ্গে লিঙ্ক করা হয়েছে।


EPF Nomination Online: এই কয়েকটি সহজ ধাপেই পাবেন সমাধান


১ প্রথমে যেকোনও ইন্টারনেট ব্রাউজারে গিয়ে epfindia.gov.in-এ যান।
২ সেখান সার্ভিস অপশনে ট্যাপ করুন।
৩ এখানে অনেকগুলো অপশন আপনার সামনে চলে আসবে। যেখানে 'ফর এমপ্লয়িজ' বেছে নিন।
৪ এবার Member UAN/Online service(OCP/OTP)-তে ক্লিক করুন
৫ এই পর্বে UAN লগ ইন পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে যান।
৬ এবার এখানে ম্যানেজ ট্যাব দেখতে পাবেন আপনি। আলাদা করে রয়েছে ই-নমিনেশনের অপশন। ওখানে ক্লিক করুন।
৭ এখানে 'প্রোভাইড ডিটেইলস' বলে একটা অপশন আসবে।এখানে সেভে ক্লিক করুন।
৮ এবার ফ্যামিলি ডিক্ল্যারেশনে ইয়েস-এ ক্লিক করুন।
৯ এই পর্বে 'অ্যাড ফ্যামিলি ডিটেইলস'- সব প্রয়োজনীয় তথ্য পূরণ করুন। চাইলে আপনি একজনের বেশি EPF অ্যাকাউন্টে নমিনি রাখতে পারবেন। 
১০ শেষে আপনার কাছে নমিনেশন ডিটেইলস চাওয়া হবে। এখানে কাকে কত শতাংশ দেওয়া হবে তা জানাতে হবে। এই কাজ হয়ে গেলে Save EPF Nomination ক্লিক করতে হবে।
১১ এবার ই-সাইন সিলেক্ট করে ওটিপি জেনারেট করুন। আপনার আধার নম্বরের সঙ্গে যে মোবাইল নম্বর দেওয়া রয়েছে সেখানে ওটিপি আসবে। এই ভাবে আপনার EPFO-র জন্য ই-নমিনেশনের রেজিস্ট্রেশেন সম্পূর্ণ হবে।