Chittaranjan Locomotive Works- Recruitment: রাজ্যে এই সংস্থায় অনেক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। স্পোর্টস কোটায় এই নিয়োগ করবে সংস্থা। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের আগামী ৩০ জানুয়ারির মধ্যে নির্দিষ্ট ঠিকানায় যোগাযোগ করতে হবে।
Chittaranjan Locomotive Works- Recruitment: চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের বিজ্ঞপ্তি বলছে, Sportsmen (Level-2, Level-3, Level-4, Level-5) কোটায় মোট ১০ জন ক্রীড়াবিদকে নিয়োগ করবে কর্তৃপক্ষ। মেধাবী ক্রীড়াবিদদের এই পদের জন্য উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা ছাড়াও খেলাধুলায় মেধার শংসাপত্র দেখবে সংস্থা।
SPORTSMEN
সব মিলিয়ে ১০ জনকে নিয়োগ করা হবে স্পোর্টস কোটায়।
Pay Level wise vacancies:
Level-5/ Level-4: 02 Posts
Level-3/ Level2: 08 Posts
Lists of Sports:
– Archery (Men) (Recurve): 02 posts
– Archery (Men) (Compound): 01 posts
– Cricket (Men)
– Golf (Men)
– Gymnastic (Men)
– Athletic (Men/ Woman)
Chittaranjan Locomotive Works- Recruitment: শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদন করতে চাকরিপ্রার্থীদের ১২ শ্রেণি পাশ বা তার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।প্রার্থীদের অবশ্যই একজন মেধাবী ক্রীড়াবিদ হতে হবে। ক্রীড়া যোগ্যতার জন্য বিস্তারিত বিজ্ঞাপন দেখতে অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে চাকরিপ্রার্থীদের।
Jobs in Chittaranjan Locomotive: বয়স সীমা
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর ও সর্বোচ্চ ২৫ বছর হতে হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে চাকরিপ্রার্থীদের ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে।
Chittaranjan Locomotive Works: প্রার্থী বাছাই
এই পদে আবদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও ক্রীড়া সাফল্যের শংসাপত্র কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। পরে স্পোর্টস ট্রায়াল ও ইন্টারভিউয়ের উপর ভিত্তি করে হবে প্রার্থী নির্বাচন। মনোনীত বাছাই কমিটি দ্বারা চূড়ান্ত প্রার্থীদের নাম বাছা হবে।
পরীক্ষা ও ইন্টারভিউয়ের
সঠিক তারিখ, সময় ও স্থান সম্পর্কে যথাসময়ে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের অফিশিয়াল ওয়েবসাইটেও এই ধরনের তথ্য পাওয়া যাবে — https://clw.indianrailways.gov.in
কীভাবে আবেদন করবেন: যোগ্য ও আগ্রহী প্রার্থীরা নিচের উল্লেখিত ঠিকানায় তাদের আবেদন পাঠাতে পারেন। শিক্ষাগত যোগ্যতা, কাস্ট, বয়স, অভিজ্ঞতার শংসাপত্র (যদি প্রযোজ্য হয়) তা Dy-এ স্থাপিত ড্রপ বক্সে তাদের আবেদনপত্র ড্রপ করতে পারেন। ঠিকানা G.M.’s Office/CLW, অফিস চত্বরে জমা দিতে হবে। অফিসের সময় গিয়ে আবেদনপত্র জমা দিতে হবে আবেদনকারীকে।
Education Loan Information:
Calculate Education Loan EMI