DigiLocker : এবার থেকে প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স চেক করার জন্য UMANG অ্যাপের প্রয়োজন হবে না। আপনি চাইলেই এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) এখন DigiLocker অ্যাপে এই পরিষেবা পাবেন।
আরও কী কী বিষয়ে সুবিধা নতুন এই আপডেটের ফলে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারী গ্রাহকরা যেকোনও জায়গা থেকে PF ব্যালেন্স ও পাসবুক চেক করতে পারবেন। এর পাশাপাশি, UAN কার্ড, পেনশন পেমেন্ট অর্ডার (PPO) এবং স্কিম সার্টিফিকেটের মতো নথিও এখন ডিজিটালি সহজেই পাওয়া যাবে।
UMANG অ্যাপের প্রয়োজন হবে না আরএখনও PF পাসবুক দেখতে আপনাকে UMANG অ্যাপে যেতে হত। কিন্তু EPFO ১৭ জুলাই X-এ একটি পোস্ট করেছে। যাতে বলা হয়েছে, এখন আপনি DigiLocker-এর মাধ্যমে সরাসরি সমস্ত তথ্য পেতে পারবেন। তবে, iOS ব্যবহারকারীদের এখনও UMANG অ্যাপ ব্যবহার করতে হবে। ১৬ জুলাই আরেকটি আপডেট দিয়েছে EPFO। সেখানে কর্মী সংগঠন জানিয়েছে, এখন UMANG অ্যাপে ফেস অথেনটিকেশনের মাধ্যমে UAN (ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর) যাচাইকরণও করা যেতে পারে। এই প্রক্রিয়াটি সহজ, নিরাপদ এবং সম্পূর্ণ ডিজিটাল হবে।
UAN অ্য়াক্টিভেশন কেন প্রয়োজনীয় ?ইউএএন অ্যাক্টিভেশন কেবল ইপিএফও পরিষেবার জন্যই প্রয়োজনীয় নয়, বরং কর্মসংস্থান লিঙ্কড ইনসেনটিভ (ELI) প্রকল্পের সুবিধা গ্রহণের জন্যও বাধ্যতামূলক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চালু করা এই প্রকল্পের আওতায়, সরকার চার কোটি যুবককে কর্মসংস্থান ও দক্ষতা প্রশিক্ষণ প্রদানের লক্ষ্য নিয়েছে। এর জন্য ২ লক্ষ কোটি টাকার বাজেটও রাখা হয়েছে।
ইপিএফও তার গ্রাহকদের তাদের ইউএএন সক্রিয় করতে ও আধারকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করতে বলেছে যাতে সমস্ত পরিষেবা এবং প্রকল্প ডিজিটালভাবে পাওয়া যায়। আপনি যদি ইউএএন সক্রিয় না করেন, তাহলে আপনি ইপিএফওর অনেক গুরুত্বপূর্ণ পরিষেবা পেতে পারবেন না।
উমং অ্যাপের মাধ্যমে ইউএএন অ্যাক্টিভেশন১ আপনার মোবাইলে উমং অ্যাপ ইনস্টল করুন ও এটি ওপেন করুন।
২ 'ইপিএফও' সার্ভিস বিভাগে যান।
৩ 'ইউএএন অ্য়াক্টিভেশন' বিকল্পে ক্লিক করুন।
৪ আপনার ইউএএন নম্বর, নাম, জন্ম তারিখ এবং রেজিস্টার্ড মোবাইল নম্বর লিখুন।
৫ 'ওটিপি পান' এ ক্লিক করুন ও ওটিপি এন্টার করান।
৬ এখন 'ফেস অথেনটিকেশন' বিকল্পটি নির্বাচন করুন।
৭ অ্যাপের ক্যামেরাটি চালু হবে ও আপনার মুখ স্ক্রিনে স্ক্যান করা হবে।
৮ যাচাইয়ের পর আপনার UAN অ্যাক্টিভ হয়ে যাবে।