EPFO Pensioners Life Certificate Update: এবার থেকে লাইফ সার্টিফিকেট নিয়ে সমস্যায় পড়তে হবে না এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের পেনশনভোগীদের। এই সদস্যদের জন্য বিশেষ সুবিধা শুরু করেছে সংগঠন। এখন পেনশনভোগীরা যখন খুশি জমা দিতে পারবেন লাইফ সার্টিফিকেট। এবার থেকে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময়সীমা সরিয়ে দিয়েছে EPFO। একবার লাইফ সার্টিফিকেট জমা দিলে তা ১বছরের জন্য বৈধধারা হবে।এরপর আবার লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে ইপিএফও পেনশন হোল্ডারকে।


EPFO Update: এই পেনশনভোগীরা ত্রাণ পাবেন


2019 সাল পর্যন্ত প্রতি পেনশনভোগীকে নভেম্বর মাসে লাইফ সার্টিফিকেট জমা দিতে হত। যদিও ডিসেম্বরে এই নিয়মে পরিবর্তন করা হয়। এখন আপনি চাইলেই যখন খুশি লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন। এতে অনেক পেনশনভোগী উপকৃত হয়েছেন। আগে একটি নির্দিষ্ট মাসের মধ্যে লাইফ সার্টিফিকেট জমা দেওয়া কঠিন ছিল।



EPFO Update: ইপিএফও ট্যুইট করে জানিয়েছে এই তথ্য 


EPFO তাদের অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে পেনশনভোগীদের এই বিষয়ে অবহিত করেছে। ট্যুইটে সংগঠন জানিয়েছে, 'EPS'95 পেনশনভোগীরা এখন যেকোনও সময় লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন। যা জমা দেওয়ার তারিখ থেকে 1 বছরের জন্য বৈধ হিসাবে ধরা হবে। এর ফলে স্বাভাবিকভাবেই উপকৃত হবেন  EPFO পেনশনহোল্ডাররা। কোনও নির্দিষ্ট মাসের জন্য বসে থাকতে হবে না তাদের।


লাইফ সার্টিফিকেট জমা দিতে এই নথিগুলি প্রয়োজন


পিপিও নম্বর


আধার নম্বর


ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর


আধার লিঙ্ক নম্বর



EPFO Update: লাইফ সার্টিফিকেট কীভাবে জমা দিতে হয়


লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার পদ্ধতি সম্পর্কে পেনশনভোগীদেরও জানিয়েছে EPFO। কর্মী সংগঠন জানিয়েছে, পেনশনভোগীরা যেকোনও পাবলিক সার্ভিস সেন্টার (CSC), পোস্ট অফিস, কাছের EPFO ​​অফিস, UMANG অ্যাপ বা পেনশন প্রদানকারী ব্যাঙ্কে গিয়ে তাদের  লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন।


আরও পড়ুন : Public Provident Fund: বন্ধ রেখেছেন পিপিএফ অ্যাকাউন্ট ? বড় ক্ষতির মুখে পড়বেন আপনি