LIC IPO Update: লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার আইপিও নিয়ে বড় আপডেট এসে গেল। সাউথ ব্লক সূত্রে খবর, 4 মে খুলতে পারে দেশের বৃহত্তম LIC IPO। টাকা বিনিয়োগ করার আগে বিস্তারিত জেনে নিন কোম্পানি সম্পর্কে।


LIC IPO Update: কবে আসছে এলআইসির আইপিও
আপনিও যদি LIC-র IPO-র জন্য অপেক্ষা করে থাকেন, তাহলে আপনার জন্য সুখবর রয়েছে। দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীরা এলআইসির আইপিওর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। শোনা যাচ্ছে 4 মে কোম্পানি সাবস্ক্রিপশনের জন্য আইপিও খুলতে পারে। আসুন দেখে নেওয়া যাক কোন দিন আইপিও খুলবে ও কবে তা বাজারে তালিকাভুক্ত হতে পারে।


LIC IPO সম্পর্কে জানুন এই তথ্য
এপ্রিল 27 - প্রাইস ব্যান্ড ঘোষণা করা হতে পারে


এপ্রিল 29 - অ্যাঙ্কর বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ


4 মে - IPO সাবস্ক্রিপশনের জন্য উন্মুক্ত হবে


9 মে - সাবস্ক্রিপশনের শেষ তারিখ


12 মে - ইক্যুইটি শেয়ার ডিপোজিটরি অ্যাকাউন্টে জমা করা যেতে পারে


13 মে - বাজারে তালিকাভুক্ত হতে পারে


LIC IPO: কত শেয়ার ইস্যু করা হবে ?
এই আইপিওর মাধ্যমে কোম্পানিটি 22,13,75,000 শেয়ার ইস্যু করবে।


LIC IPO: ইস্যু মূল্য কত হবে ?


শেয়ারের ইস্যু মূল্য 950-1000 টাকার মধ্যে হতে পারে।


LIC IPO: লট সাইজ কী হবে?


লট সাইজের ক্ষেত্রে LIC IPO-র একটি লটে 15টি শেয়ার থাকতে পারে।


LIC IPO: সরকার 21000 কোটি টাকা তুলবে
সরকার এই আইপিওর মাধ্যমে প্রায় 21000 কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করছে। প্রাথমিক গণপ্রস্তাবের (IPO) প্রায় ৩.৫ শতাংশ শেয়ার বিক্রির পরিকল্পনা করছে সরকার।


LIC IPO: আকার হ্রাস


ফেব্রুয়ারিতে, সরকার LIC-তে পাঁচ শতাংশ শেয়ার বা 316 কোটি শেয়ার বিক্রি করার পরিকল্পনা করেছিল। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI)-এর কাছে এই সংক্রান্ত নথি জমা দেওয়া হয়েছে। তবে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বাজারের অস্থিরতা আইপিও পরিকল্পনাকেও আঘাত করেছে। যার ফলে গত সপ্তাহে, সরকার ইস্যুর আকার 3.5 শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।


LIC IPO: বিনিয়োগ থেকে 65,000 কোটি টাকা সংগ্রহের লক্ষ্য


সূত্রের খবর, সরকার SEBI-কে পাঁচ শতাংশ শেয়ার বিক্রির নিয়ম থেকে অব্যাহতি দেওয়ার জন্য নথিও দিয়েছে। SEBI বিধি অনুসারে, 1 লক্ষ কোটি টাকার বেশি মূল্যের সংস্থাগুলিকে IPO-তে পাঁচ শতাংশ শেয়ার বিক্রি করতে হবে৷ সরকার চলতি অর্থবর্ষে বিনিয়োগ থেকে 65,000 কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে। এতে LIC IPO-র একটা বড় অবদান থাকবে।


LIC IPO: কাগজপত্র কখন জমা দেওয়া হয়েছিল


এলআইসি গত ফেব্রুয়ারিতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার (সেবি) কাছে নথি জমা দিয়েছে। সেই সময়ে এলআইসি বলেছিল যে সরকার এই বিমা সংস্থার 5 শতাংশ শেয়ার বিক্রি করবে, যার মাধ্যমে প্রায় 316 কোটি শেয়ার বিক্রি করা হবে।


আরও পড়ুন : Public Provident Fund: বন্ধ রেখেছেন পিপিএফ অ্যাকাউন্ট ? বড় ক্ষতির মুখে পড়বেন আপনি