কলকাতা: তুলনামূলকভাবে বেশি সুদের হার এবং তুলনায় ঝুঁকি কম। এভাবেই ব্য়াখা করা যায় EPF-কে। EPF বা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড- চাকুরিজীবীদের ভবিষ্যৎ সঞ্চয়ের অন্যতম মাধ্যম। কোনও ব্যক্তির বেতন কাঠামো এবং কর্মসংস্থানের প্রকৃতির ভিত্তিতে নির্ধারিত হয় তাঁর ক্ষেত্রে EPF-এ অবদান কীরকম হবে। EPF অ্যাকাউন্ট খোলা, রক্ষণাবেক্ষণ এবং টাকা তোলার প্রক্রিয়া সহজ করার জন্য, ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN) চালু করা হয়েছিল।


UAN হল একটি স্বতন্ত্র ১২-সংখ্যার আইডি যা এক একজন অ্যাকাউন্টধারীদের ক্ষেত্রে এক একরকম হয়। এক একটি UAN-এর অধীনে একাধিক PF অ্যাকাউন্ট রাখা যায়।


প্রতিটি EPF সদস্যের জন্য বরাদ্দ করা হয়। এটি সদস্যের সমস্ত EPF অ্যাকাউন্টের সাথে যুক্ত, তারা যতই নিয়োগকর্তার জন্য কাজ করে থাকুক না কেন। এটি সদস্যদের তাদের EPF অবদান এবং অ্যাকাউন্ট ব্যালেন্স নিরীক্ষণ করার প্রক্রিয়াটিকে সহজ করে, সেইসাথে বিভিন্ন নিয়োগকর্তার মধ্যে তাদের অ্যাকাউন্ট স্থানান্তরকে সহজ করে।


EPF অ্যাকাউন্ট পরিচালনার জন্য UAN ব্যবহার করার বেশ কিছু সুবিধা রয়েছে:


অনায়াস নিরীক্ষণ: একটি প্ল্যাটফর্মের মাধ্যমে সব পিএফ অ্যাকাউন্ট ব্যবহার করা যায়।  EPF অবদান এবং অ্যাকাউন্ট ব্যালেন্স দেখা যায়।


নির্বিঘ্নে স্থানান্তর: নতুন চাকরিতে যোগ দেওয়ার সময়ে, অনায়াসে নতুন নিয়োগকর্তার কাছে আগের EPF অ্যাকাউন্ট স্থানান্তর করা যায়।


ডিজিটাল অ্যাক্সেসিবিলিটি : EPFO ​মেম্বার পোর্টালের মাধ্যমে PF অ্যাকাউন্ট সহজে ব্যবহার করা যায়। পিএফ ব্যালেন্স দেখা যায়, পাসবুক আপডেট দেখা যায়। টাকা তোলার আবেদনও করা যায়।


মোবাইল নম্বরের সঙ্গেও UAN লিঙ্ক করা যায়:
EPF অ্যাকাউন্টের নিরাপত্তা বাড়াতে এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে UAN-এর সঙ্গে মোবাইল নম্বর যুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর একাধিক সুবিধা রয়েছে। প্রতারণা ঠেকাতে সুবিধা হয়, কারণ মোবাইল নম্বরের মাধ্যমে দ্বি-স্তরীয় নিরাপত্তার আড়াল থাকে। পাসওয়ার্ড ভুলে গেলে মোবাইল নম্বরের মাধ্যমে নতুন করে পাসওয়ার্ড সেট করা যায়। যে কোনও টাকা তোলা ও স্থানান্তরের সময় OTP-এর মাধ্যমেই করতে হয়। EPFO-এর তরফ থেকে রেজিস্টার্ড মোবাইল নম্বরে বিজ্ঞপ্তি পাঠানো হয়।


কীভাবে লিঙ্ক করবেন?


UAN মেম্বার পোর্টালে যেতে হবে প্রথমে। সেখানে UAN অ্যাকাউন্টে লগইন করতে হবে।


এরপর Manage সেকশনে গিয়ে Contact Details-অপশনে যেতে হবে। 


যদি আগে থেকে মোবাইল নম্বর লিঙ্ক থাকে, সেটা বদল করা যাবে। নয়তো নম্বর লিঙ্ক করা যাবে


নম্বর দেওয়ার পরে ওই মোবাইল নম্বরে একটি OTP যাবে, সেটা পোটার্লে দিতে হবে।


নম্বর লিঙ্ক হয়ে গেলে একটি মেসেজও আসবে।


অনলাইনে মোবাইল নম্বর লিঙ্ক বা আপডেট করতে হলে EPF অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক থাকতে হবে।


আরও পড়ুন: আসছে নতুন প্রজন্মের রেনোঁ ডাস্টার ও নিসান টেরানো, কেমন দেখতে হবে গাড়ি ?