Aadhar Card: আধার কার্ড- বর্তমানে আমাদের সকলের জীবনেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। এই আধার কার্ডের (Aadhar Card) সঙ্গে যুক্ত থাকে ইউজারের বায়োমেট্রিক (Biometric Lock) তথ্য যেমন- আঙুলের ছাপ, চোখের মণির ছবি। সম্প্রতি জানা গিয়েছে, হ্যাকাররা এইসব বায়োমেট্রিক তথ্য হাতিয়ে নিয়েও ইউজারদের প্রতারণার ফাঁদে ফেলছে। অতএব সতর্ক থাকার জন্য আধার কার্ডের এইসব বায়োমেট্রিক তথ্য লক করে রাখা প্রয়োজন। আধার কার্ডের বায়োমেট্রিক তথ্য সাময়িকভাবে লক করার সুবিধাও রয়েছে। অর্থাৎ আপনি চাইলে আবার এইসব ডেটা আনলকও করতে পারবেন। মূলত ডিজিটাল স্ক্যাম থেকে বাঁচার জন্যই আধার কার্ডের বায়োমেট্রিক ডেটা লক করার কথা বারংবার বলছেন বিশেষজ্ঞরা। আধার কার্ডের বায়োমেট্রিক তথ্য লক করলে এই তালিকায় আপনার আঙুলের ছাপ, চোখের মণির ছবি, মুখের ছবি - এইসব তথ্য সুরক্ষিত থাকবে। একবার এইসব বায়োমেট্রিক ডেটা লক হয়ে গেলে এগুলি ব্যবহার করে আর আধার কার্ডের অথেনটিফিকেশন করা সম্ভব না। আবার আপনি এইসব বায়োমেট্রিক ডেটা আনলক করলে আপনি উল্লিখিত তথ্যের সাহায্যে আধার কার্ডের অথেনটিফিকেশন করতে পারবেন। UIDAI জানিয়েছে, ইউজারের ব্যক্তিগত তথ্য গোপনে সুরক্ষিত রাখার জন্যই আধার কার্ডের বায়োমেট্রিক তথ্য লক করার পরামর্শ দেওয়া হয়েছে। 


কীভাবে আধার কার্ডের সঙ্গে যুক্ত বায়োমেট্রিক ডেটা অনলাইনে লক করবেন? দেখে নিন সহজ কিছু পদ্ধতি



  • প্রথমে ইউজারদের UIDAI- এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

  • এবার লক/আনলক বায়োমেট্রিক সার্চের সেটিংস খুঁজে বের করতে হবে।

  • হোমপেজে 'মাই আধার' মেনুর মধ্যে 'আধার সার্ভিসেস' অপশনের আওতায় এই সেটিংস পাওয়া যাবে।

  • এবার ১২ ডিজিটের আধার নম্বর লিখতে হবে। এর সঙ্গে দিতে হবে একটি ওটিপি যা আপনার রেজিস্টার থাকা ফোন নম্বরে আসবে। অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে ফোন নম্বর সংযুক্ত করেছেন সেখানেই আসবে ওটিপি। 

  • এবার ওটিপি এন্টার করলেই আপনি আপনার আধার বায়োমেট্রিক ডেটা লক করার সুবিধা পাবেন। 

  • আধারের সঙ্গে যুক্ত বায়োমেট্রিক ডেতা লক হয়ে গেলে ডিজিটাল প্রতারণার ফাঁদ থেকে সুরক্ষিত থাকবেন আপনি। বিশেষ করে তখন যখন আপনি এই আধার কার্ড ব্যবহার করছেন না। 


প্রসঙ্গত উল্লেখ্য, এই একইভাবে আধার কার্ডের লক থাকা বায়োমেট্রিক ডেটা আনলক করতেও পারবেন আপনি। তবে একটা কথায় মাথায় রাখবেন, আধার কার্ডের বায়োমেট্রিক ডেটা লক করা মানেই কিন্তু সব দায়িত্ব শেষ নয়। আপনাকে সতর্ক থাকতে হবে। আধার নম্বর কিংবা ওটিপি কারও সঙ্গেই শেয়ার করবেন না। অনলাইন প্রতারণার হাত থেকে বাঁচতে হলে সতর্ক থাকা সবসময় প্রয়োজন। 


আরও পড়ুন- আধারের পিভিসি কার্ড কি বেশি সুরক্ষিত! নাকি ভরসা করবেন ই-আধারে?