Prepration for your Kids: আপনার পরিবারে আসতে চলেছে নতুন সদস্য ? বাবা-মা হওয়ার আগেই প্রস্তুতি নিতে থাকুন সন্তানের আর্থিক ভবিষ্যতের। কীভাবে সুরক্ষিত করবেন আবনার ছেলে-মেয়ের আর্থিক ভবিষ্যৎ, জেনে নিন এখানে।


Financial Planning For Kids: শিশুর প্রাথমিক জীবনের জন্য পরিকল্পনা করুন। সেই ক্ষেত্রে পরিবারের বাজেট পুনর্বিবেচনা করুন। এতে শিশুর জন্য কত পরিমাণ যোগ করতে হবে তা পর্যালোচনা করুন। এবার আপনার আয় অনুসারে, কমপক্ষে ১০ বছরের জন্য সন্তানের প্রয়োজনের জন্য অর্থ যোগ করার পরিকল্পনা করুন।


Investments for Kids: প্রথমেই আপনার সন্তানের জন্য একসঙ্গে বিশাল পরিমাণ অর্থ সঞ্চয় করার প্রয়োজন নেই।আপনি বিনিয়োগ ও সঞ্চয়ের মাধ্যমে ধীরে ধীরে তহবিল গড়ে তুলুন। 
শিশু-সহ পরিবারের প্রতিটি সদস্যের জন্য স্বাস্থ্যবিমা নিন, যাতে আপনার সন্তান ও আপনি বর্তমানের রোগগুলির জন্য বিমা কভারেজ পান।স্বাস্থ্যবিমার সম্পর্কে জানুন ও শিশুর বয়স অনুযায়ী একটি পরিকল্পনা সেরে ফেলুন। আপনি চাইলেই একটি ফ্যামিলি ফ্লোটার প্ল্যান গ্রহণ করতে পারেন। সেই ক্ষেত্রে বাবা-মা ও সন্তান একসঙ্গে ২৫ বছর বয়স পর্যন্ত কম খরচে বিমার কভার পেতে পারেন।


Prepration for your Kids: কিছু দীর্ঘমেয়াদী লক্ষ্য সম্পর্কে জানুন


প্রথমেই আপনাকে সন্তানের শিক্ষার কথা ভাবতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে একটি ভাল পরিমাণ অর্থ সংগ্রহ করতে হবে। নিয়ম করে সময়ে সময়ে তা বাড়াতে হবে। এর জন্য আপনি একটি আয় পরিকল্পনার স্কিমও নিতে পারেন। চাইলে সরকারি সিকিউরিটিজ (G-Sec) বা পোস্ট অফিস স্কিমে বিনিয়োগ করতে পারেন।


সঞ্চয় ছাড়াও আপনি বিনিয়োগের জন্য পরিকল্পনা করতে পারেন।যেমন আপনি বিমা, মিউচুয়াল ফান্ড, সোনার বন্ড বা ইকুইটিতে বিনিয়োগ করতে পারেন। সেই ক্ষেত্রে ছেলে বা মেয়ে হলে তার লেখাপড়ার জন্য চিন্তা করতে হবে না আপনাকে। নির্দিষ্ট পরিকল্পনা মেনে কাজ করলে আপনি সন্তানকে তার কর্মজীবনের সময় পর্যন্ত প্রস্তুত করে দিতে পারবেন। পরবর্তীকালে ছেলের আর্থিক সুরক্ষার কথা দেখে নিজেই সন্তুষ্ট হতে পারবেন।